ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে অবরোধের সর্মথনে বিএনপির বিক্ষোভ মিছিল

সচেতন নাগরিকদের কাছে ‘ডামি’ ভোট বর্জনের আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
১০ দিন বিরতির পর ফের সারাদেশে দিনব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। সারা দেশের ন্যায় গতকাল রোববার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সরকার পতনের এক দফা দাবিতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এটি বিরোধী দলগুলোর দ্বাদশ দফা অবরোধ কর্মসূচি এবং ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ঘোষণার পর প্রথম দফা।

চুয়াডাঙ্গা:
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চুয়াডাঙ্গায় অবরোধ কর্মসূচি ও শান্তিপূর্ণ মিছিল করেছে বিএনপি। গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে জেলা বিএনপির আয়োজনে মিছিলটি বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। মিছিলে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এক দফা দাবিতে স্লোগান দেন।
মিছিলে সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, মিথ্যা ও গায়েবি মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনের নামে খেলা করা হচ্ছে। ডামি নৌকা, স্বতন্ত্র নৌকা, বিদ্রোহী নৌকা, এদের নাটক চলছে। একতরফা এই নির্বাচনেও তারা নিজেরা-নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতই টালবাহানা করুক কোনো লাভ হবে না। ক্ষমতা তাদের ছাড়তেই হবে। জনগণ এই ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। এসময় তিনি বিএনপির চলমান অসহযোগ আন্দোলনে সাড়া দিয়ে ভোটার ও সচেতন নাগরিকদের কাছে ভোট বর্জন ও ভোট বর্জনে অন্যকে উৎসাহিত করতে আহ্বান জানান।


মিছিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ।


এছাড়াও আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়নের ইউনিট প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কে অবরোধ কর্মসূচির সর্মথনে মিছিল বের করে।

ঝিনাইদহ:
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল রোববার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াসের নেতেৃত্বে শহরের ঢাকা মহাড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা সরকারের পদত্যাগ, অবৈধ তফসিল বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে সকালে জেলার কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে অবরোধের সমর্থনে পৃথক মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে খুলনা সড়কে গিয়ে শেষ হয়। বিএনপি নেতা আব্দুল হামিদ এক বক্তৃতায় বলেন, ‘সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। বানরের এই রুটি ভাগাভাগীর নির্বাচন দেশের জনগণ মানবে না।’


এদিকে জেলার কোটচাঁদপুর উপজেলায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নির্দেশনায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী নেতৃত্ব দেন। মিছিল শেষে চৌগাছা বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘বিশে^র কাছে হাসিনা এখন ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই সরকার ফ্যাসিবাদী স্টাইলে নির্বাচন করতে চাই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে অবরোধের সর্মথনে বিএনপির বিক্ষোভ মিছিল

সচেতন নাগরিকদের কাছে ‘ডামি’ ভোট বর্জনের আহ্বান

আপলোড টাইম : ০৯:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
১০ দিন বিরতির পর ফের সারাদেশে দিনব্যাপী সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। সারা দেশের ন্যায় গতকাল রোববার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে সরকার পতনের এক দফা দাবিতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এটি বিরোধী দলগুলোর দ্বাদশ দফা অবরোধ কর্মসূচি এবং ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন ঘোষণার পর প্রথম দফা।

চুয়াডাঙ্গা:
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চুয়াডাঙ্গায় অবরোধ কর্মসূচি ও শান্তিপূর্ণ মিছিল করেছে বিএনপি। গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে জেলা বিএনপির আয়োজনে মিছিলটি বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। মিছিলে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এক দফা দাবিতে স্লোগান দেন।
মিছিলে সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, মিথ্যা ও গায়েবি মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনের নামে খেলা করা হচ্ছে। ডামি নৌকা, স্বতন্ত্র নৌকা, বিদ্রোহী নৌকা, এদের নাটক চলছে। একতরফা এই নির্বাচনেও তারা নিজেরা-নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যতই টালবাহানা করুক কোনো লাভ হবে না। ক্ষমতা তাদের ছাড়তেই হবে। জনগণ এই ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। এসময় তিনি বিএনপির চলমান অসহযোগ আন্দোলনে সাড়া দিয়ে ভোটার ও সচেতন নাগরিকদের কাছে ভোট বর্জন ও ভোট বর্জনে অন্যকে উৎসাহিত করতে আহ্বান জানান।


মিছিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান ও আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ।


এছাড়াও আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়নের ইউনিট প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কে অবরোধ কর্মসূচির সর্মথনে মিছিল বের করে।

ঝিনাইদহ:
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল রোববার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াসের নেতেৃত্বে শহরের ঢাকা মহাড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা সরকারের পদত্যাগ, অবৈধ তফসিল বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে সকালে জেলার কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে অবরোধের সমর্থনে পৃথক মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে খুলনা সড়কে গিয়ে শেষ হয়। বিএনপি নেতা আব্দুল হামিদ এক বক্তৃতায় বলেন, ‘সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নেতা-কর্মীরা ঘরে ফিরবে না। বানরের এই রুটি ভাগাভাগীর নির্বাচন দেশের জনগণ মানবে না।’


এদিকে জেলার কোটচাঁদপুর উপজেলায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নির্দেশনায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী নেতৃত্ব দেন। মিছিল শেষে চৌগাছা বাসস্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘বিশে^র কাছে হাসিনা এখন ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই সরকার ফ্যাসিবাদী স্টাইলে নির্বাচন করতে চাই।’