ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুতুবপুর ইউপি চেয়ারম্যান মানিক কারাগারে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণায় বাধা ও হামলার ঘটনায় প্রধান আসামী সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (১ম) বিচারক লস্কর সোহেল রানা এ আদেশ দেন। এর আগে শনিবার দিনগত রাত সোয়া ৩টায় সদর থানায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারকে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করে। আদালত বাকি চারজনের জামিন দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার নতুন ভান্ডারদহ এলাকায় পৌঁছালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণার গাড়িবহর গতিরোধ করা হয়। এসময় প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা ও তার কর্মীদের ওপর হামলা করা হয়। অস্ত্র প্রদর্শন করে দেওয়া হয় হত্যার হুমকি।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। খবর পেয়ে সেখানে যান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনার পর ওই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এরপর থানায় গিয়ে ২০ জনকে এজাহার নামীয় ও ১০০-১২০ জনকে অজ্ঞাত করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ঈগল প্রতীকের প্রধান প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক। এ মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হলে রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে প্রধান আসামী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিকের জামিন নামঞ্জুর করা হয়। বিকেলে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে নেয়া হয়। এছাড়া বাকি ৪ জনকে জামিন দেন আদালত। জামিনপ্রাপ্তরা হলেন, তুনভান্ডারদহ গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল্লাহ আল ফারুক (৪৫),আলতাব হোসেনের পুত্র সুমন হোসেন(২১), যুগিরহুদা গ্রামের সোলায়মান আলীর পুত্র হাফিজুর রহমান (৪৫) ও ফুলবাড়ি গ্রামের আছাদুলের পুত্র জেহের আলী (২২) ।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন বলেন, এই মামলায় আদালত চারজনের জামিন মঞ্জুর করেছেন। এবং মামলার প্রধান আসামী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কুতুবপুর ইউপি চেয়ারম্যান মানিক কারাগারে

আপলোড টাইম : ০৮:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণায় বাধা ও হামলার ঘটনায় প্রধান আসামী সদরের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (১ম) বিচারক লস্কর সোহেল রানা এ আদেশ দেন। এর আগে শনিবার দিনগত রাত সোয়া ৩টায় সদর থানায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমারকে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করে। আদালত বাকি চারজনের জামিন দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার নতুন ভান্ডারদহ এলাকায় পৌঁছালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণার গাড়িবহর গতিরোধ করা হয়। এসময় প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা ও তার কর্মীদের ওপর হামলা করা হয়। অস্ত্র প্রদর্শন করে দেওয়া হয় হত্যার হুমকি।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। খবর পেয়ে সেখানে যান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনার পর ওই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এরপর থানায় গিয়ে ২০ জনকে এজাহার নামীয় ও ১০০-১২০ জনকে অজ্ঞাত করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ঈগল প্রতীকের প্রধান প্রতিনিধি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক। এ মামলার ৫ আসামীকে গ্রেফতার করা হলে রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে প্রধান আসামী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিকের জামিন নামঞ্জুর করা হয়। বিকেলে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে নেয়া হয়। এছাড়া বাকি ৪ জনকে জামিন দেন আদালত। জামিনপ্রাপ্তরা হলেন, তুনভান্ডারদহ গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র আব্দুল্লাহ আল ফারুক (৪৫),আলতাব হোসেনের পুত্র সুমন হোসেন(২১), যুগিরহুদা গ্রামের সোলায়মান আলীর পুত্র হাফিজুর রহমান (৪৫) ও ফুলবাড়ি গ্রামের আছাদুলের পুত্র জেহের আলী (২২) ।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন বলেন, এই মামলায় আদালত চারজনের জামিন মঞ্জুর করেছেন। এবং মামলার প্রধান আসামী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।