ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মহুলের নির্বাচনী সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়ক তবিবুর রহমান লাবু অভিযোগ করেন, সদর উপজেলা ও হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামে তার পোস্টার ছিড়ে ফেলছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার শহরের হামদহ এলাকায় ঈগল মার্কার শত শত পোস্টার কে বা কারা ছিড়ে মাটিতে ফেলে রাখে। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে গিয়ে দেখা যায় হামদহ এলাকার প্রিন্স হাসপাতাল থেকে বনবিভাগ পর্যন্ত টাঙানো ঈগল প্রতীকের পোস্টার ছিড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে, কিছু পোস্টার পুড়িয়ে ফেলা হয়েছে।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে আড়ুয়াকান্দি ও চ্যাংয়ের মোড়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও অফিস ভাঙচুর করেছে। শনিবার রাতে চ্যাংয়ের মোড় নামক স্থানে ঈগল প্রতিকের প্রচার মাইক ভাঙচুর করেন সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেলের নেতৃত্বে। এ অভিযোগ করেন স্থানীয় চেয়ারম্যান ও ঈগল প্রতিকের সমর্থক বশির উদ্দীন। তিনি বলেন, রঘুনাথপুর ইউনিয়নে নৌকার সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করছেন। তারা ঈগলের সমর্থকদের হুমকি ও প্রচার মাইক ভাঙচুর করছেন। পোস্টার ছিড়ে দিচ্ছেন। তারা কোনো আইন কানুন মানছেন না। এদিকে আড়ুয়াকান্দি গ্রামে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী রওশন আলীর প্রাইভেটকারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় যুবলীগ নেতা মজনু আহত ও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রওশন আলীর ভাষ্য, নৌকার প্রচার চালানোর সময় ঈগল প্রতিকের সমর্থকরা তাদের নির্বাচনী অফিসও ভাঙচুর করেন। রওশন আলী অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান বশির উদ্দীন এই হামলার নেতৃত্ব দেন। তিনি এ বিষয়ে হরিণাকুণ্ডু থানায় মামলা করেছেন বলেও জানান। বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তিনি বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এদিকে শৈলকুপার বড় মৌকুড়ি গ্রামে ট্রাক প্রতীকের মাইক ভাঙচুর ও আম প্রতীকের পোস্টার ছেড়ার অভিযোগ জমা পড়েছে স্থানীয় ইউএনও কার্যালয়ে।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

আপলোড টাইম : ১১:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মহুলের নির্বাচনী সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়ক তবিবুর রহমান লাবু অভিযোগ করেন, সদর উপজেলা ও হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামে তার পোস্টার ছিড়ে ফেলছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার শহরের হামদহ এলাকায় ঈগল মার্কার শত শত পোস্টার কে বা কারা ছিড়ে মাটিতে ফেলে রাখে। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে গিয়ে দেখা যায় হামদহ এলাকার প্রিন্স হাসপাতাল থেকে বনবিভাগ পর্যন্ত টাঙানো ঈগল প্রতীকের পোস্টার ছিড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে, কিছু পোস্টার পুড়িয়ে ফেলা হয়েছে।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে আড়ুয়াকান্দি ও চ্যাংয়ের মোড়ে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও অফিস ভাঙচুর করেছে। শনিবার রাতে চ্যাংয়ের মোড় নামক স্থানে ঈগল প্রতিকের প্রচার মাইক ভাঙচুর করেন সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেলের নেতৃত্বে। এ অভিযোগ করেন স্থানীয় চেয়ারম্যান ও ঈগল প্রতিকের সমর্থক বশির উদ্দীন। তিনি বলেন, রঘুনাথপুর ইউনিয়নে নৌকার সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করছেন। তারা ঈগলের সমর্থকদের হুমকি ও প্রচার মাইক ভাঙচুর করছেন। পোস্টার ছিড়ে দিচ্ছেন। তারা কোনো আইন কানুন মানছেন না। এদিকে আড়ুয়াকান্দি গ্রামে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী রওশন আলীর প্রাইভেটকারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় যুবলীগ নেতা মজনু আহত ও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রওশন আলীর ভাষ্য, নৌকার প্রচার চালানোর সময় ঈগল প্রতিকের সমর্থকরা তাদের নির্বাচনী অফিসও ভাঙচুর করেন। রওশন আলী অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান বশির উদ্দীন এই হামলার নেতৃত্ব দেন। তিনি এ বিষয়ে হরিণাকুণ্ডু থানায় মামলা করেছেন বলেও জানান। বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তিনি বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এদিকে শৈলকুপার বড় মৌকুড়ি গ্রামে ট্রাক প্রতীকের মাইক ভাঙচুর ও আম প্রতীকের পোস্টার ছেড়ার অভিযোগ জমা পড়েছে স্থানীয় ইউএনও কার্যালয়ে।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।