ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর ও শৈলকুপায় পৃথক দুটি সকড়ে দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া শেখপাড়া ও সদর উপজেলার নগরবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন- অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শৈলকুপার কবিরপুর এলাকার আহাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৬৫) ও নৌ-পাড়া এলাকার জেহের আলী বিশ্বাসের ছেলে টেম্পু (মাহিন্দ্রা) চালক বাবু বিশ্বাস (৫০)।

জানা গেছে, গতকাল ভোরে মাগুরার একটি ওয়াজ মাহফিল থেকে টেম্পুযোগে শৈলকুপায় ফিরছিলেন কয়েকজন মুসল্লি। মাগুরা-শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পু চালক বাবু বিশ্বাস, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান ও স্বপন মিয়াসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আহত একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেম্পু চালকের মৃত্যু হয়। আসাদুজ্জামানকে মাগুরা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মণ্ডল বলেন, ধলহরাচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া শেখপাড়া সড়কে একটি দুর্ঘটনায় টেম্পু চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে টেম্পু চালক বাবু বিশ্বাস ও আসাদুজ্জামান মারা যান।

লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার নগরবাথান বাজারে একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল চালক হলিধানী গ্রামের ইউনুস আলীর ছেলে তামিম (২০) ও মহেশপুরের চাঁদ আলীর ছেলে মারুফ (১৬) গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দুজনকেই উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

আপলোড টাইম : ০৪:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর ও শৈলকুপায় পৃথক দুটি সকড়ে দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া শেখপাড়া ও সদর উপজেলার নগরবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা হলেন- অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শৈলকুপার কবিরপুর এলাকার আহাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৬৫) ও নৌ-পাড়া এলাকার জেহের আলী বিশ্বাসের ছেলে টেম্পু (মাহিন্দ্রা) চালক বাবু বিশ্বাস (৫০)।

জানা গেছে, গতকাল ভোরে মাগুরার একটি ওয়াজ মাহফিল থেকে টেম্পুযোগে শৈলকুপায় ফিরছিলেন কয়েকজন মুসল্লি। মাগুরা-শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পু চালক বাবু বিশ্বাস, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান ও স্বপন মিয়াসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আহত একজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেম্পু চালকের মৃত্যু হয়। আসাদুজ্জামানকে মাগুরা মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাস মণ্ডল বলেন, ধলহরাচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া শেখপাড়া সড়কে একটি দুর্ঘটনায় টেম্পু চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে টেম্পু চালক বাবু বিশ্বাস ও আসাদুজ্জামান মারা যান।

লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঝিনাইদহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার নগরবাথান বাজারে একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল চালক হলিধানী গ্রামের ইউনুস আলীর ছেলে তামিম (২০) ও মহেশপুরের চাঁদ আলীর ছেলে মারুফ (১৬) গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দুজনকেই উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় নেয়।