ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে নৌকার হামলায় স্বতন্ত্র প্রার্থীর পাঁচ সমর্থক আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় নৌকা সমর্থকদের হামলায় ঈগল প্রতীকের চার সমর্থক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজারের একটি দোকানে বসে থাকার সময় এই হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন- পুটিয়া গ্রামের রজন মন্ডলের ছেলে আকাশ, ঘোড়ামারা গ্রামের আকিজ লস্কর, একই গ্রামের শুকুর লস্কার, পানামি গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে রজব ও বাজিতপুর গ্রামের খয়বার শেখের ছেলে আব্বাস শেখ।

আহত রজব আলী জানান, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় স্থানীয় কাজল চেয়ারম্যানের  লোক হিসেবে পরিচিত মিরাজ মন্ডল, পিকুল ও জাহিদ তাদের ওপর হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর একাধিক সমর্থক আহত হলেও পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম ছিল।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, খবর পেয়ে তিনি নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন ঘটনাটি তেমন গুরুতর ছিল না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে নৌকার হামলায় স্বতন্ত্র প্রার্থীর পাঁচ সমর্থক আহত

আপলোড টাইম : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়ায় নৌকা সমর্থকদের হামলায় ঈগল প্রতীকের চার সমর্থক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাজারের একটি দোকানে বসে থাকার সময় এই হামলা চালানো হয়। হামলায় আহতরা হলেন- পুটিয়া গ্রামের রজন মন্ডলের ছেলে আকাশ, ঘোড়ামারা গ্রামের আকিজ লস্কর, একই গ্রামের শুকুর লস্কার, পানামি গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে রজব ও বাজিতপুর গ্রামের খয়বার শেখের ছেলে আব্বাস শেখ।

আহত রজব আলী জানান, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় স্থানীয় কাজল চেয়ারম্যানের  লোক হিসেবে পরিচিত মিরাজ মন্ডল, পিকুল ও জাহিদ তাদের ওপর হামলা চালায়। হামলায় স্বতন্ত্র প্রার্থীর একাধিক সমর্থক আহত হলেও পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম ছিল।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, খবর পেয়ে তিনি নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন ঘটনাটি তেমন গুরুতর ছিল না।