ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ড্রাগন ফল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ক্ষতিকর হরমন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধি নিয়ে অপপ্রচার করায় ধস নেমেছে ড্রাগন ব্যবসায়। ঝিনাইদহের শত শত কৃষক ফেসবুক ও ইউটিউবে এমন প্রচারণায় পথে বসেছেন। এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছে না। এদিকে পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলার গৌরিনাথপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় ড্রাগন ব্যবসায়ী ও চাষিরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। এসময় গৌরিনাথপুর বাজারের ড্রাগন ফল ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম রিয়াল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটি চক্র ড্রাগন ফলের বাজারে ধস নামাতে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনীতিও ক্ষতি হচ্ছে। ড্রাগন ফলে টনিক ব্যবহার নাকি ক্ষতিকর এই অপপ্রচার করছে তারা। যে কারণে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এই অপপ্রচার বন্ধে ব্যবস্থা ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ড্রাগন ফল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড টাইম : ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

ক্ষতিকর হরমন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধি নিয়ে অপপ্রচার করায় ধস নেমেছে ড্রাগন ব্যবসায়। ঝিনাইদহের শত শত কৃষক ফেসবুক ও ইউটিউবে এমন প্রচারণায় পথে বসেছেন। এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছে না। এদিকে পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলার গৌরিনাথপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় ড্রাগন ব্যবসায়ী ও চাষিরা। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঝিনাইদহের মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলার কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। এসময় গৌরিনাথপুর বাজারের ড্রাগন ফল ব্যবসায়ী সমিতির সভাপতি তারিকুল ইসলাম রিয়াল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটি চক্র ড্রাগন ফলের বাজারে ধস নামাতে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনীতিও ক্ষতি হচ্ছে। ড্রাগন ফলে টনিক ব্যবহার নাকি ক্ষতিকর এই অপপ্রচার করছে তারা। যে কারণে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এই অপপ্রচার বন্ধে ব্যবস্থা ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।