ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পোস্টার টাঙাতে গিয়ে মহিলা মেম্বারকে লাঞ্ছিত করার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদের নারী সদস্য আম্বিয়া খাতুন লাকিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতীকের পোস্টার টাঙাতে গিয়ে প্রতিপক্ষরা তাকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ইউপি সদস্য লাকি।

এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাদপুকুর গ্রামের বকুলতলায় ঈগল মার্কার পোস্টার টাঙাচ্ছিলেন আম্বিয়া খাতুন লাকি। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের ছেলে আশরাফুল ইসলাম, একই গ্রামের শরিফুল ইসলাম, পিয়াশ, পলাশ ও ডহরপুকুর গ্রামের ইকবাল ঘটনাস্থলে পৌঁছে বাদানুবাদে লিপ্ত হয়। তর্কবিতর্কের একপর্যায়ে তারা মহিলা মেম্বার লাকিকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় তারা কাবিল নামের একজনকে মারধর করেন।

মহিলা মেম্বার লাকি জানান, তিনি ঈগল মার্কার পক্ষে কাজ করছেন। এ কারণে নৌকার লোকজন তাকে হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ছিলাম। বুধবার বিকেলে আমাকে রিলিজ করে দিয়েছে। এ বিষয়ে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, মহিলা  মেম্বার যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। সে একটু আবেগ নিয়ে চলে। তাকে কেউ মারধর করেনি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এ ঘটনায় মহিলা মেম্বার একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পোস্টার টাঙাতে গিয়ে মহিলা মেম্বারকে লাঞ্ছিত করার অভিযোগ

আপলোড টাইম : ১১:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদের নারী সদস্য আম্বিয়া খাতুন লাকিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল প্রতীকের পোস্টার টাঙাতে গিয়ে প্রতিপক্ষরা তাকে বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ইউপি সদস্য লাকি।

এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাদপুকুর গ্রামের বকুলতলায় ঈগল মার্কার পোস্টার টাঙাচ্ছিলেন আম্বিয়া খাতুন লাকি। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের ছেলে আশরাফুল ইসলাম, একই গ্রামের শরিফুল ইসলাম, পিয়াশ, পলাশ ও ডহরপুকুর গ্রামের ইকবাল ঘটনাস্থলে পৌঁছে বাদানুবাদে লিপ্ত হয়। তর্কবিতর্কের একপর্যায়ে তারা মহিলা মেম্বার লাকিকে বেধড়ক পিটিয়ে আহত করেন। এ ঘটনার প্রতিবাদ করায় তারা কাবিল নামের একজনকে মারধর করেন।

মহিলা মেম্বার লাকি জানান, তিনি ঈগল মার্কার পক্ষে কাজ করছেন। এ কারণে নৌকার লোকজন তাকে হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ছিলাম। বুধবার বিকেলে আমাকে রিলিজ করে দিয়েছে। এ বিষয়ে সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, মহিলা  মেম্বার যে অভিযোগ করেছেন তা ঠিক নয়। সে একটু আবেগ নিয়ে চলে। তাকে কেউ মারধর করেনি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এ ঘটনায় মহিলা মেম্বার একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।