ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২তম দফায় ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মিছিল করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন।

চুয়াডাঙ্গা:
বিএনপির ১২তম দফায় ডাকা হরতালের সমর্থনে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময় চুয়াডাঙ্গা জেলা শহর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সার্বিক তত্ত্বাবধানে গতকাল দিনের শুরুতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও জেলার সকল উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতা-কর্মীরা আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক, দামুড়হুদা-জীবননগর সড়ক ও জীবননগর-যশোর সড়কে মিছিল করে। গতকাল জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিছিলে নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঝিনাইদহ:
হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা এসব মিছিল বের করেন। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নির্দেশনায় শহরের আরাপপুর এলাকায় মিছিল করে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস মিছিলের নেতৃত্ব দেন। মিছিলকারীরা নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তফসিল বাতিলের দাবি জানান।
এদিকে, জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে হরতাল সফল করার জন্য কালীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়। কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ লিয়াকত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চত করা হয়। এদিকে সোমবার রাতে ঝিনাইদহ শহরের আজাদ রেস্ট হাউস এলাকায় মশাল নিয়ে বেক্ষাভ মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতা-কর্মীরা পালিয়ে যায়। পুলিশ রাস্তার ওপর থেকে জ্বলন্ত মশাল অপসারণ করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপির মিছিল

আপলোড টাইম : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২তম দফায় ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মিছিল করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করেন।

চুয়াডাঙ্গা:
বিএনপির ১২তম দফায় ডাকা হরতালের সমর্থনে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময় চুয়াডাঙ্গা জেলা শহর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সার্বিক তত্ত্বাবধানে গতকাল দিনের শুরুতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও জেলার সকল উপজেলা ও পৌর শাখা বিএনপির নেতা-কর্মীরা আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়ক, দামুড়হুদা-জীবননগর সড়ক ও জীবননগর-যশোর সড়কে মিছিল করে। গতকাল জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিছিলে নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঝিনাইদহ:
হরতালের সমর্থনে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর শহরে হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা এসব মিছিল বের করেন। সকালে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের নির্দেশনায় শহরের আরাপপুর এলাকায় মিছিল করে বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস মিছিলের নেতৃত্ব দেন। মিছিলকারীরা নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তফসিল বাতিলের দাবি জানান।
এদিকে, জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা আব্দুল হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে হরতাল সফল করার জন্য কালীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়। কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন খোকন ও কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ লিয়াকত আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চত করা হয়। এদিকে সোমবার রাতে ঝিনাইদহ শহরের আজাদ রেস্ট হাউস এলাকায় মশাল নিয়ে বেক্ষাভ মিছিল করার সময় পুলিশের ধাওয়া খেয়ে বিএনপি নেতা-কর্মীরা পালিয়ে যায়। পুলিশ রাস্তার ওপর থেকে জ্বলন্ত মশাল অপসারণ করে।