ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় আ.লীগ নেতা রিপন হত্যা মামলার পাঁচ আসামি রিমান্ডে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রিপন হত্যা মামলার পাঁচ আসামিকে এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক ওয়াজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের মঞ্জুর করেন।

এই হত্যা মামলার আসামি জুমারত, আশরাফুল, নায়েব আলী, মিঠু বিশ^াস ও মোক্তার হোসেন কারাগারে ছিলেন। এর মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে আর বাকি দুজন আদালতে আত্মসমর্পণ করেন। গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্রুপ তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন তার ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় আ.লীগ নেতা রিপন হত্যা মামলার পাঁচ আসামি রিমান্ডে

আপলোড টাইম : ১১:৪১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রিপন হত্যা মামলার পাঁচ আসামিকে এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক ওয়াজেদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের মঞ্জুর করেন।

এই হত্যা মামলার আসামি জুমারত, আশরাফুল, নায়েব আলী, মিঠু বিশ^াস ও মোক্তার হোসেন কারাগারে ছিলেন। এর মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে আর বাকি দুজন আদালতে আত্মসমর্পণ করেন। গত ১৬ অক্টোবর রাতে শৈলকুপা উপজেলা শহর থেকে ফেরার পথে আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম মাঠের মধ্যে পৌঁছালে আওয়ামী লীগের প্রতিপক্ষ গ্রুপ তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন তার ভাই আহসানুল কবির বাদী হয়ে শৈলকুপা থানায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।