ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৮ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরেনি বাবুল মিয়া (৪৪) নামে এক ব্যবসায়ী। ৮ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা নিয়ে তার পরিবার সন্দিহান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় ১১ ডিসেম্বর জিডি করেছেন নিখোঁজ বাবুলের ভাই ইমরান হোসেন। বাবুল মিয়া ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় বাবুলের পরিবারে চলছে শোকের মাতম।

জিডি সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাবুল মিয়া গরু বিক্রি করতে যান শৈলকুপার ভাটই বাজারে। গরু বিক্রি করে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভাই ইমরান হোসেন গতকাল সোমবার বিকেলে বলেন, ঝিনাইদহ শহরের আরাপপুরে এলাকায় বাথপুকুর গ্রামের নয়ন হোসেনকে ধারের ৭০ হাজার টাকা পরিশোধ করেন বাবুল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কাছে টাকা থাকার কারণে বাবুলকে কেউ অপহরণ করেছে কি না, তা নিয়ে পরিবারের সদস্যরা সন্দেহের মধ্যে আছে। বাবুলের কাছে গরু বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিল বলে তার পরিবার দাবি করছে।

এদিকে বাবুল হোসেন নিখোঁজ থাকার কারণে তিন শিশুকন্যা নিয়ে তাঁর স্ত্রী শিরিনা খাতুন শোকে বিহবল। বৃদ্ধ মা নবিরণ নেছা তাঁর ছেলেকে অক্ষত উদ্ধারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, এ বিষয়ে সদর থানায় একটি জিডি হয়েছে, যার নম্বর ৬৭৪। তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ৮ দিন ধরে নিখোঁজ গরু ব্যবসায়ী

আপলোড টাইম : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরেনি বাবুল মিয়া (৪৪) নামে এক ব্যবসায়ী। ৮ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা নিয়ে তার পরিবার সন্দিহান। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় ১১ ডিসেম্বর জিডি করেছেন নিখোঁজ বাবুলের ভাই ইমরান হোসেন। বাবুল মিয়া ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন নিখোঁজ থাকায় বাবুলের পরিবারে চলছে শোকের মাতম।

জিডি সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাবুল মিয়া গরু বিক্রি করতে যান শৈলকুপার ভাটই বাজারে। গরু বিক্রি করে তিনি আর বাড়ি ফিরে আসেননি। ভাই ইমরান হোসেন গতকাল সোমবার বিকেলে বলেন, ঝিনাইদহ শহরের আরাপপুরে এলাকায় বাথপুকুর গ্রামের নয়ন হোসেনকে ধারের ৭০ হাজার টাকা পরিশোধ করেন বাবুল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কাছে টাকা থাকার কারণে বাবুলকে কেউ অপহরণ করেছে কি না, তা নিয়ে পরিবারের সদস্যরা সন্দেহের মধ্যে আছে। বাবুলের কাছে গরু বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিল বলে তার পরিবার দাবি করছে।

এদিকে বাবুল হোসেন নিখোঁজ থাকার কারণে তিন শিশুকন্যা নিয়ে তাঁর স্ত্রী শিরিনা খাতুন শোকে বিহবল। বৃদ্ধ মা নবিরণ নেছা তাঁর ছেলেকে অক্ষত উদ্ধারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, এ বিষয়ে সদর থানায় একটি জিডি হয়েছে, যার নম্বর ৬৭৪। তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।