ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডু উপজেলা যুবলীগের আহ্বায়কের উপর হামলা; অফিস ভাঙচুরের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ-২ আসনের স্বতস্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের কর্মী সর্মথকেরা বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের সামনে শাহরিয়ার জাহেদী মুহুলের নির্বাচনী অফিসে ভাঙচুরের একটি ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের অফিসে অবস্থানকালে সঙ্গবদ্ধ একটি দল নৌকা প্রতীকের স্লোগান দিতে দিতে এসে আমাদের উপর চড়াও হয়। এসময় আমরা এর কারণ জানতে চাইলে তারা আমাকে মারধর করে। আশরাফুল বলেন, এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, সাবরেজিস্ট্রি অফিসের সামনের একটি ভাড়া নেওয়া দোকানে কয়েকজন বসে ছিলেন এবং সেসময় প্রতিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হয়ে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেছে বলে জেনেছি। এছাড়াও উপজেলা যুবলীগের আহ্বায়ক ও একজন বয়স্ক ব্যাক্তিকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডু উপজেলা যুবলীগের আহ্বায়কের উপর হামলা; অফিস ভাঙচুরের অভিযোগ

আপলোড টাইম : ১০:৩২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ-২ আসনের স্বতস্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের কর্মী সর্মথকেরা বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার সাবরেজিস্ট্রি অফিসের সামনে শাহরিয়ার জাহেদী মুহুলের নির্বাচনী অফিসে ভাঙচুরের একটি ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মুহুলের অফিসে অবস্থানকালে সঙ্গবদ্ধ একটি দল নৌকা প্রতীকের স্লোগান দিতে দিতে এসে আমাদের উপর চড়াও হয়। এসময় আমরা এর কারণ জানতে চাইলে তারা আমাকে মারধর করে। আশরাফুল বলেন, এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, সাবরেজিস্ট্রি অফিসের সামনের একটি ভাড়া নেওয়া দোকানে কয়েকজন বসে ছিলেন এবং সেসময় প্রতিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হয়ে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করেছে বলে জেনেছি। এছাড়াও উপজেলা যুবলীগের আহ্বায়ক ও একজন বয়স্ক ব্যাক্তিকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।