ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে নৌকা প্রার্থীর দুই নির্বাচনী কার্যালয় অপসারণ, জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহে নৌকা প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় অপসারণ করা হয়েছে। এসময় নুরনবী নামে নৌকা প্রার্থীর এক কর্মীকে ৫ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে নৌকা প্রার্থীর অফিস অপসারণ করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের সহিংসতা রোধে নির্বাচন কমিশন ঘোষিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছেন। এসময় তারা দেখেন প্রতীক বরাদ্দের আগেই হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে ও পানামী গ্রামে নির্বাচনী কার্যালয় খুলে প্রচারণা চালাচ্ছিল নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকেরা। খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাচনী কার্যালয় দুটি অপসারণ এবং নৌকার প্রার্থীর কর্মী মো. নুর নবীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এছাড়া ৮ (ক) ধারায় বলা আছে কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ট্রাক-বাস, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা  শোডাউন করতে পারবেন না। এ ধারা যারাই অমান্য করছে আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে নৌকা প্রার্থীর দুই নির্বাচনী কার্যালয় অপসারণ, জরিমানা

আপলোড টাইম : ১০:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহে নৌকা প্রার্থীর দুটি নির্বাচনী কার্যালয় অপসারণ করা হয়েছে। এসময় নুরনবী নামে নৌকা প্রার্থীর এক কর্মীকে ৫ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে নৌকা প্রার্থীর অফিস অপসারণ করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের সহিংসতা রোধে নির্বাচন কমিশন ঘোষিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছেন। এসময় তারা দেখেন প্রতীক বরাদ্দের আগেই হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সামনে ও পানামী গ্রামে নির্বাচনী কার্যালয় খুলে প্রচারণা চালাচ্ছিল নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকেরা। খবর পেয়ে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাচনী কার্যালয় দুটি অপসারণ এবং নৌকার প্রার্থীর কর্মী মো. নুর নবীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১২ ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। এছাড়া ৮ (ক) ধারায় বলা আছে কোনো রাজনৈতিক দল কিংবা দল মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ট্রাক-বাস, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা  শোডাউন করতে পারবেন না। এ ধারা যারাই অমান্য করছে আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।