ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে অবরোধ সর্মথনে বিএনপির মিছিল, পিকেটিং

ট্রাক ও লেগুনা ভাঙচুর, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
একদফা দাবিতে টানা ৩৬ ঘণ্টার অবরোধ সর্মথনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
তফসিল বাতিল, একতরফা নির্বাচনের বিরুদ্ধে ও সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে বিএনপি ঘোষিত দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার ঢাকা রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করে। মিছিল ও পিকেটিং এ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল জেলা ছাত্রদেলর পাঠানো ই-মেইলে এসব তথ্য জানানো হয়।
মিছিলে নেতা-কর্মীরা তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের জন্য নানামুখী স্লোগান দেয়। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন একটি তামাশার নির্বাচন সম্পন্ন করতে অবৈধ সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। দেশের জনগণ এই নির্বাচন হতে দিবে না এবং কোনোভাবেই তার মেনে নিবে না। জনতার ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। এসময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজ এলাকা থেকে অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেয়। অবরোধের সমর্থনে মিছিলকারীরা সড়কে চলাচলরত দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এসময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর দিকে, অবরোধের সমর্থনে ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে বিক্ষোভ করেছে বিএনপি। গতকাল বিকেলে কোটচাঁদপুর মেইন রোড থেকে মিছিল শুরু হয়ে সলেমানপুর সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদ সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান, পৌর বিএনপি নেতা তুহিনুজ্জামান তুহিন, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, শরাফৎ হোসেন বখতিয়ার প্রমুখ। বক্তারা বলেন, হাসিনা সরকার বিশ্বের তাবৎ স্বৈরাচারদের হার মানিয়ে বিশ্বের বুকে ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে অবরোধ সর্মথনে বিএনপির মিছিল, পিকেটিং

ট্রাক ও লেগুনা ভাঙচুর, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

আপলোড টাইম : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
একদফা দাবিতে টানা ৩৬ ঘণ্টার অবরোধ সর্মথনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটির নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
তফসিল বাতিল, একতরফা নির্বাচনের বিরুদ্ধে ও সরকারের পদত্যাগসহ ১ দফা দাবিতে বিএনপি ঘোষিত দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার ঢাকা রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করে। মিছিল ও পিকেটিং এ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল জেলা ছাত্রদেলর পাঠানো ই-মেইলে এসব তথ্য জানানো হয়।
মিছিলে নেতা-কর্মীরা তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের জন্য নানামুখী স্লোগান দেয়। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন একটি তামাশার নির্বাচন সম্পন্ন করতে অবৈধ সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। দেশের জনগণ এই নির্বাচন হতে দিবে না এবং কোনোভাবেই তার মেনে নিবে না। জনতার ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। এসময় দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রিজ এলাকা থেকে অবরোধের সমর্থনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেয়। অবরোধের সমর্থনে মিছিলকারীরা সড়কে চলাচলরত দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান, অবরোধ সমর্থনকারীরা বিক্ষিপ্তভাবে একটি মিছিল বের করে। এসময় তারা একটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর দিকে, অবরোধের সমর্থনে ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে বিক্ষোভ করেছে বিএনপি। গতকাল বিকেলে কোটচাঁদপুর মেইন রোড থেকে মিছিল শুরু হয়ে সলেমানপুর সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদ সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান, পৌর বিএনপি নেতা তুহিনুজ্জামান তুহিন, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন, শরাফৎ হোসেন বখতিয়ার প্রমুখ। বক্তারা বলেন, হাসিনা সরকার বিশ্বের তাবৎ স্বৈরাচারদের হার মানিয়ে বিশ্বের বুকে ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।