ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাস থেকে ২৭ বছর পর দেশে ফিরলেন লাশ হয়ে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক, বারাদী:
দীর্ঘ ২৭ বছর পর প্রবাসে থেকে লাশ হয়ে কফিনে বন্দী হয়ে দেশে ফিরলেন মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আ. আজিজ (৫৮)। গত বৃহস্পতিবার তার লাশ দেশে এসে পৌঁছায়। রাতেই পরিবারের সদস্যরা লাশটি গ্রহণ করে। গতকাল শুক্রবার সকালে আ. আজিজ কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফেরেন। নিহত আ. আজিজ বলিয়ারপুর গ্রামের মৃত ফয়জদ্দীন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ. আজিজ ২৭ পূর্বে কর্মসূত্রে মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে তিনি পেইন্টার হিসেবে কাজ করতেন। এরই মধ্যে ১৪ দিন পূর্বে তিনি স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছিলেন বলে জানান তার একমাত্র ছেলে এইচ বাঁধন। দেশে ফেরার জন্য তিনি গত ৪ ডিসেম্বর মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসিতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, গতকাল আ. আজিজের লাশ গ্রামে এসে পৌঁছালে তাকে শেষ বারের মতো দেখতে ভিড় করেন স্বজন ওপ্রতিবেশীরা। আ. আজিজ দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। একমাত্র ছোট ছেলে এইচ বাঁধন সহিউদ্দীন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুই মেয়েই বিবাহিত। গতকাল বাদ জুম্মা জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে আ. আজিজের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রবাস থেকে ২৭ বছর পর দেশে ফিরলেন লাশ হয়ে

আপলোড টাইম : ০৩:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, বারাদী:
দীর্ঘ ২৭ বছর পর প্রবাসে থেকে লাশ হয়ে কফিনে বন্দী হয়ে দেশে ফিরলেন মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আ. আজিজ (৫৮)। গত বৃহস্পতিবার তার লাশ দেশে এসে পৌঁছায়। রাতেই পরিবারের সদস্যরা লাশটি গ্রহণ করে। গতকাল শুক্রবার সকালে আ. আজিজ কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফেরেন। নিহত আ. আজিজ বলিয়ারপুর গ্রামের মৃত ফয়জদ্দীন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ. আজিজ ২৭ পূর্বে কর্মসূত্রে মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে তিনি পেইন্টার হিসেবে কাজ করতেন। এরই মধ্যে ১৪ দিন পূর্বে তিনি স্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। এর আগেও তিনি দুইবার স্ট্রোক করেছিলেন বলে জানান তার একমাত্র ছেলে এইচ বাঁধন। দেশে ফেরার জন্য তিনি গত ৪ ডিসেম্বর মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসিতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, গতকাল আ. আজিজের লাশ গ্রামে এসে পৌঁছালে তাকে শেষ বারের মতো দেখতে ভিড় করেন স্বজন ওপ্রতিবেশীরা। আ. আজিজ দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। একমাত্র ছোট ছেলে এইচ বাঁধন সহিউদ্দীন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। দুই মেয়েই বিবাহিত। গতকাল বাদ জুম্মা জানাজা নামাজ শেষে গ্রামের কবরস্থানে আ. আজিজের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।