ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, বারাদী:

মেহেরপুর সদর উপজেলার রাজনগরে বিদ্যুৎপৃষ্টে তরিকুল ইসলাম (৩০) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে  নিজ বাড়ির আঙিনায় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। তরিকুল ইসলাম রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর মেজো ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। তরিকুল ইসলামের তোয়ামনি (৫) ও আশামনি (৩) নামের দুটি কন্যাসন্তান রয়েছে।

স্বজনেরা জানান, সকালের দিকে গোয়াল থেকে তাদের গরু খুলে গিয়ে বাড়ির পাশে শিমের মাচায় লতাপাতা খাচ্ছিল। ওই মাচার ওপর দিয়ে বয়ে গেছে বিদ্যুতের পার্শ্ব সংযোগ। লতাপাতা খেতে খেতে গরুটি বৈদ্যুতিক তার চিবিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট শুরু করে। এসময় তরিকুল কিছু না বুঝেই গরুটি ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।  পরে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আপলোড টাইম : ০১:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, বারাদী:

মেহেরপুর সদর উপজেলার রাজনগরে বিদ্যুৎপৃষ্টে তরিকুল ইসলাম (৩০) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে  নিজ বাড়ির আঙিনায় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। তরিকুল ইসলাম রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর মেজো ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। তরিকুল ইসলামের তোয়ামনি (৫) ও আশামনি (৩) নামের দুটি কন্যাসন্তান রয়েছে।

স্বজনেরা জানান, সকালের দিকে গোয়াল থেকে তাদের গরু খুলে গিয়ে বাড়ির পাশে শিমের মাচায় লতাপাতা খাচ্ছিল। ওই মাচার ওপর দিয়ে বয়ে গেছে বিদ্যুতের পার্শ্ব সংযোগ। লতাপাতা খেতে খেতে গরুটি বৈদ্যুতিক তার চিবিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট শুরু করে। এসময় তরিকুল কিছু না বুঝেই গরুটি ধরতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।  পরে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।