ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসে পিতার মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসে নিজের মোটরসাইকেল গায়ের ওপর পড়ে আবু তালেব (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু তালেব হরিণাকুণ্ডুর হরিশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

প্রত্যাক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে ছেলেকে ভর্তির জন্য নিয়ে আসেন আবু তালেব। রাস্তার ওপর ছেলেকে নামিয়ে নিজে নামতে গিয়ে মোটরসাইকেল উল্টে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আবু তালেবের মৃত্যু হয়। নিহতের স্বজন আশিক হোসেন জানান, আবু তালেব পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হন। এছাড়া তার হার্টেরও সমস্যাও ছিল। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসে পিতার মৃত্যু

আপলোড টাইম : ০১:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:

ছেলেকে স্কুলে ভর্তি করাতে এসে নিজের মোটরসাইকেল গায়ের ওপর পড়ে আবু তালেব (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু তালেব হরিণাকুণ্ডুর হরিশপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

প্রত্যাক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে ছেলেকে ভর্তির জন্য নিয়ে আসেন আবু তালেব। রাস্তার ওপর ছেলেকে নামিয়ে নিজে নামতে গিয়ে মোটরসাইকেল উল্টে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আবু তালেবের মৃত্যু হয়। নিহতের স্বজন আশিক হোসেন জানান, আবু তালেব পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই যুবক মাথায় আঘাতপ্রাপ্ত হন। এছাড়া তার হার্টেরও সমস্যাও ছিল। এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।