ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও সার বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা-যুগান্তর

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো (উফশী ও হাইব্রীড) ফসলের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার প্রায় ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া প্রমুখ। এদিন ১ হাজার ৪৫০ জন চাষিকে হাইব্রীড ধানের বীজ ও ৪ হাজার ৮০০ কৃষককে উফশী ধানের বীজ ৫ কেজি করে এবং সার ২০ কেজি প্রদান করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও সার বিতরণ

আপলোড টাইম : ০১:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো (উফশী ও হাইব্রীড) ফসলের উৎপাদন ও আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার প্রায় ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া প্রমুখ। এদিন ১ হাজার ৪৫০ জন চাষিকে হাইব্রীড ধানের বীজ ও ৪ হাজার ৮০০ কৃষককে উফশী ধানের বীজ ৫ কেজি করে এবং সার ২০ কেজি প্রদান করা হয়েছে।