ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতাল-অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ ও হরতাল সমর্থনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ঝটিকা মশাল মিছিল করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মশাল হাতে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মশাল মিছিল বের করে।

চুয়াডাঙ্গা:

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থন জানিয়ে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে এ মিছিলটি বের হয়। আকস্মিক এ মশাল মিছিলে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা ওই স্থান ত্যাগ করেন। এসময় মশাল মিছিল থেকে ঘোষিত তফসিল বাতিলের দাবি জানায়। একইসঙ্গে সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

ঝিনাইদহ:

বিএনপির ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে ঝিনাইদহ জেলার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কলাবাগান, আদর্শপাড়া ও মডার্ন মোড় এলাকায় মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া ঝিনাইদহ-মাগুরা সড়কে বিএনপি মশাল নিয়ে হরতাল-অবরোধের সমর্থনে মিছিল বের করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ এক বিবৃতিতে এ তথ্য জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতাল-অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল

আপলোড টাইম : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধ ও হরতাল সমর্থনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ঝটিকা মশাল মিছিল করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মশাল হাতে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মশাল মিছিল বের করে।

চুয়াডাঙ্গা:

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থন জানিয়ে চুয়াডাঙ্গায় মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে এ মিছিলটি বের হয়। আকস্মিক এ মশাল মিছিলে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা ওই স্থান ত্যাগ করেন। এসময় মশাল মিছিল থেকে ঘোষিত তফসিল বাতিলের দাবি জানায়। একইসঙ্গে সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

ঝিনাইদহ:

বিএনপির ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে ঝিনাইদহ জেলার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় ঝটিকা মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কলাবাগান, আদর্শপাড়া ও মডার্ন মোড় এলাকায় মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া ঝিনাইদহ-মাগুরা সড়কে বিএনপি মশাল নিয়ে হরতাল-অবরোধের সমর্থনে মিছিল বের করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ এক বিবৃতিতে এ তথ্য জানান।