ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমি বিএনএম-এ যোগদান করিনি, সাবেক এমপি আব্দুল ওহাবের বিবৃতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / ৬৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলে যোগদান করার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করে বলেন, ‘আমি বিএনপিতেই আছি, বিএনপিতেই থাকব। বিএনএম দলে আমি যোগদান করিনি। আমি জাগো দল থেকে এ পর্যন্ত বিএনপিতে আছি। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতি সাবেক এই সাংসদ দাবি করেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো। তিনি আমার সন্তানের মতো স্নেহ করেন। কাজেই বিএনপি থেকে অন্য দলে যোগদানের প্রশ্নই ওঠে না। যারা এমন খবর প্রচার করেছে, তা ডাহা মিথ্যা, বানোয়াট ও সাজানো। গত ২০ নভেম্বর মামলার কাজে নবগঠিত বিএনএম-এর মহাসচিব অ্যাড. শাহজাহানের কাছে যাই। সেখানে গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে। আমি সেখানে কিছুক্ষণ বসি। যেহেতু তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং নাম জানেন, সে কারণে যোগদানের অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আমার নামটিও ঘোষণা করেন। প্রকৃতপক্ষে আমি ওই দলে যোগদানও করি নাই, মনোনয়নপত্রও গ্রহণ করিনি।’ তবে এই বিবৃতির বিষয়ে আব্দুল ওহাবের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আমি বিএনএম-এ যোগদান করিনি, সাবেক এমপি আব্দুল ওহাবের বিবৃতি

আপলোড টাইম : ০৮:৪৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাব বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলে যোগদান করার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করে বলেন, ‘আমি বিএনপিতেই আছি, বিএনপিতেই থাকব। বিএনএম দলে আমি যোগদান করিনি। আমি জাগো দল থেকে এ পর্যন্ত বিএনপিতে আছি। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
সাংবাদিকদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতি সাবেক এই সাংসদ দাবি করেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের মতো। তিনি আমার সন্তানের মতো স্নেহ করেন। কাজেই বিএনপি থেকে অন্য দলে যোগদানের প্রশ্নই ওঠে না। যারা এমন খবর প্রচার করেছে, তা ডাহা মিথ্যা, বানোয়াট ও সাজানো। গত ২০ নভেম্বর মামলার কাজে নবগঠিত বিএনএম-এর মহাসচিব অ্যাড. শাহজাহানের কাছে যাই। সেখানে গিয়ে দেখি অনুষ্ঠান হচ্ছে। আমি সেখানে কিছুক্ষণ বসি। যেহেতু তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন এবং নাম জানেন, সে কারণে যোগদানের অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আমার নামটিও ঘোষণা করেন। প্রকৃতপক্ষে আমি ওই দলে যোগদানও করি নাই, মনোনয়নপত্রও গ্রহণ করিনি।’ তবে এই বিবৃতির বিষয়ে আব্দুল ওহাবের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।