ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে মা ও মেয়েকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার বকসিপুর ও চাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার চাঁদপুর গ্রামের তক্কেল আলীর ছেলে রফিক উদ্দিন ও মৃত আফিল বিশ্বাসের ছেলে ঝণ্টু বিশ্বাস।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, ২০০২ সালের ২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের হাসিনা খাতুন ও তার ৩ বছরের মেয়ে টফিকে অপহরণ করা হয়। চক্রটি মাকে সংঘবদ্ধ ধর্ষণ করার পর দুজনকেই হত্যা করে। ঘটনার দিন সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাগান্না ইউনিয়নের চৌকিদার সাধন দাস অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাদের পরিচয় শনাক্ত করেন। মা-মেয়ে হত্যা মামলায় সম্প্রতি ঝিনাইদহের একটি আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিল।

আদালত আসামিদের গ্রেপ্তারে ওয়ারেন্ট জারি করলে সদর থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, দণ্ডপ্রাপ্ত দুই আসামি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য নিজ বাড়িতে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেসময় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৪:৫৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে মা ও মেয়েকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার বকসিপুর ও চাঁদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার চাঁদপুর গ্রামের তক্কেল আলীর ছেলে রফিক উদ্দিন ও মৃত আফিল বিশ্বাসের ছেলে ঝণ্টু বিশ্বাস।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, ২০০২ সালের ২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের হাসিনা খাতুন ও তার ৩ বছরের মেয়ে টফিকে অপহরণ করা হয়। চক্রটি মাকে সংঘবদ্ধ ধর্ষণ করার পর দুজনকেই হত্যা করে। ঘটনার দিন সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাগান্না ইউনিয়নের চৌকিদার সাধন দাস অজ্ঞাতদের আসামি করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাদের পরিচয় শনাক্ত করেন। মা-মেয়ে হত্যা মামলায় সম্প্রতি ঝিনাইদহের একটি আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায়ের সময় আসামিরা পলাতক ছিল।

আদালত আসামিদের গ্রেপ্তারে ওয়ারেন্ট জারি করলে সদর থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন উদ্দীন জানান, দণ্ডপ্রাপ্ত দুই আসামি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য নিজ বাড়িতে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেসময় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।