ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানি বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় সাইমুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ময়লাখুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জীবননগর উপজেলার শাহপুর গ্রামের আসাদুল ও চৈতী দম্পতির ছোট ছেলে।

নিহত সাইমুনের খালু সানোয়ার হোসেন বলেন, উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদী গ্রামে নানির বাড়ি থেকে ১০ বছর বয়সী বড়ো ভাই সুরুজের সাথে বাইসাইকেলযোগে নিজেদের বাড়িতে ফিরছিল শিশু সাইমুন।

প্রত্যক্ষদর্শী পাখিভ্যান চালক সলেমান বলেন, ‘ভ্যান চালিয়ে সাফদারপুর থেকে কোটচাঁদপুরের দিকে আসছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ছেলে কাঁদছে পাশে রক্তাক্ত অবস্থায় আরেকটি শিশু পড়ে আছে। জানতে চাইলাম কী হয়েছে মনি, সে বললো একটি ট্রাক আমার ভাইকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে। তখন তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিরিন সুলতানা বলেন, শিশুটির কান, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত হয়েছে। আমরা হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানি বাড়ি বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপলোড টাইম : ০৪:৫৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় সাইমুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ময়লাখুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জীবননগর উপজেলার শাহপুর গ্রামের আসাদুল ও চৈতী দম্পতির ছোট ছেলে।

নিহত সাইমুনের খালু সানোয়ার হোসেন বলেন, উপজেলার দোড়া ইউনিয়নের সুয়াদী গ্রামে নানির বাড়ি থেকে ১০ বছর বয়সী বড়ো ভাই সুরুজের সাথে বাইসাইকেলযোগে নিজেদের বাড়িতে ফিরছিল শিশু সাইমুন।

প্রত্যক্ষদর্শী পাখিভ্যান চালক সলেমান বলেন, ‘ভ্যান চালিয়ে সাফদারপুর থেকে কোটচাঁদপুরের দিকে আসছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে একটি ছেলে কাঁদছে পাশে রক্তাক্ত অবস্থায় আরেকটি শিশু পড়ে আছে। জানতে চাইলাম কী হয়েছে মনি, সে বললো একটি ট্রাক আমার ভাইকে ধাক্কা দিয়ে চলে গিয়েছে। তখন তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিরিন সুলতানা বলেন, শিশুটির কান, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত হয়েছে। আমরা হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি।