ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ফোন সার্ভিসিং করতে দিয়ে ব্ল্যাকমেইলের শিকার গৃহবধূ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী:
গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের এক গৃহবধূর মোবাইল থেকে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি হাতিয়ে নিয়ে তা সোস্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে দোকানের কর্মচারী সাইফ উদ্দীনের বিরুদ্ধে। এ অভিযোগে কর্মচারী সাইফ ও দোকান মালিক চপলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, দুই মাস আগে গাংনী বাজারের কাথুলী মোড়ে অবস্থিত চপল মোবাইল সেন্টারে একটি মোবাইল ফোন মেরামত করতে দেন বাঁশবাড়ীয়া গ্রামের এক গৃহবধূ। তিনি তখন তাকে আধা ঘণ্টা সময় লাগবে বলে পরে এসে মোবাইল ফোনটি নিয়ে যেতে বলেন। চার দিন আগে গৃহবধূর একটি ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে ওই গৃহবধূর কাছেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়। ফেসবুকে গৃহবধূর ছবি থাকলেও আইডির নাম দেওয়া হয় নাবিল খান। তখন ভুক্তভোগী গৃহবধূ কিছু বুঝে উঠতে না পেরে ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করলে তার মেসেঞ্জারে বিভিন্ন ধরনের স্বামীর সঙ্গে থাকা ঘনিষ্ঠ ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ তার পরিবারকে জানালে তারা মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে যান এবং গাংনী থানায় একটি জিডি করেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে গৃহবধূ পক্ষের লোকজন ফুঁসে ওঠে। এর জেরে গতকাল শুক্রবার সন্ধ্যার পরে পরিবারের লোকজন সুকৌশলে চপল মোবাইল সেন্টারের কর্মচারী সাইফ উদ্দীন ও মালিক চপল হোসেনকে প্রমাণসহ হাতেনাতে ধরতে সক্ষম হয়। পরে গাংনী থানার পুলিশ এসে চপল মোবাইল সেন্টারের মালিক চপল ও তার দোকানের কর্মচারী সাইফ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে ফোন সার্ভিসিং করতে দিয়ে ব্ল্যাকমেইলের শিকার গৃহবধূ

আপলোড টাইম : ০৪:৩৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

প্রতিবেদক, গাংনী:
গাংনীর বাঁশবাড়িয়া গ্রামের এক গৃহবধূর মোবাইল থেকে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি হাতিয়ে নিয়ে তা সোস্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে দোকানের কর্মচারী সাইফ উদ্দীনের বিরুদ্ধে। এ অভিযোগে কর্মচারী সাইফ ও দোকান মালিক চপলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, দুই মাস আগে গাংনী বাজারের কাথুলী মোড়ে অবস্থিত চপল মোবাইল সেন্টারে একটি মোবাইল ফোন মেরামত করতে দেন বাঁশবাড়ীয়া গ্রামের এক গৃহবধূ। তিনি তখন তাকে আধা ঘণ্টা সময় লাগবে বলে পরে এসে মোবাইল ফোনটি নিয়ে যেতে বলেন। চার দিন আগে গৃহবধূর একটি ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে ওই গৃহবধূর কাছেই ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো হয়। ফেসবুকে গৃহবধূর ছবি থাকলেও আইডির নাম দেওয়া হয় নাবিল খান। তখন ভুক্তভোগী গৃহবধূ কিছু বুঝে উঠতে না পেরে ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করলে তার মেসেঞ্জারে বিভিন্ন ধরনের স্বামীর সঙ্গে থাকা ঘনিষ্ঠ ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। বিষয়টি ভুক্তভোগী গৃহবধূ তার পরিবারকে জানালে তারা মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে যান এবং গাংনী থানায় একটি জিডি করেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে গৃহবধূ পক্ষের লোকজন ফুঁসে ওঠে। এর জেরে গতকাল শুক্রবার সন্ধ্যার পরে পরিবারের লোকজন সুকৌশলে চপল মোবাইল সেন্টারের কর্মচারী সাইফ উদ্দীন ও মালিক চপল হোসেনকে প্রমাণসহ হাতেনাতে ধরতে সক্ষম হয়। পরে গাংনী থানার পুলিশ এসে চপল মোবাইল সেন্টারের মালিক চপল ও তার দোকানের কর্মচারী সাইফ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়।