ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দরবেশপুরে মসজিদ পুনঃনির্মাণ, গ্রামবাসীর আনন্দ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ৪২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, বারাদী:
অবশেষে পুনঃনির্মাণ হচ্ছে মেহেরপুর সদরের নতুন দরবেশপুর জামে মসজিদ। এতে গ্রামবাসী আনন্দ প্রকাশ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন দরবেশপুর জামে মসজিদটি তৈরি হয় ১৯১০ সালে। সেটি ১৯২৮ সালে ইমারত নির্মাণ হয় এবং ১৯৮৬ সালে মসজিদটির সংস্কার কাজ করা হয়। জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসল্লিদের জায়গার সংকুলান না হওয়ায় মসজিদ সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব হয়। মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২০ সালে ভাঙা হয় পুরাতন মসজিদটি। পরবর্তীতে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বাধা পড়ে নির্মাণকাজের। সেই থেকেই বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। শুরু হয় নানা জটিলতা। এ নিয়ে কয়েক দফা আলোচনায় বসেও সুরাহা হয়নি। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেন-দরবার শুরু হয় ওপর মহলে।
তবে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হস্তক্ষেপে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ, বারাদী ইউপি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসীর আলোচনায় সকল জটিলতার অবসান ঘটে। পরে শুরু হয় নতুন দরবেশপুর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ। আগের জায়গাতেই মসজিদ নির্মাণে গ্রামবাসীর মনে এখন আনন্দের ছাপ।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মসজিদটি পুনরায় একই স্থানে নির্মাণ হওয়াতে আমরা আনন্দিত।’ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সাজু বলেন, ‘মসজিদটি নির্মাণ করা ছিল আমাদের প্রাণের দাবি। জটিলতা নিরসনে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ মসজিদের নিয়মিত মুসল্লি শাহাদত হোসেন বলেন, ‘মসজিদের নির্মাণকাজ বন্ধ থাকার ফলে আমরা চাটাই ঘেরা ঘরে নামাজ আদায় করছি। মসজিদটি নির্মাণ হওয়াতে আমরা অনেক আনন্দিত।’ সাইদুর রহমান বলেন, ‘আমরা একটি মডেল মসজিদ হিসেবে গড়ে তুলব, এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দরবেশপুরে মসজিদ পুনঃনির্মাণ, গ্রামবাসীর আনন্দ

আপলোড টাইম : ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

প্রতিবেদক, বারাদী:
অবশেষে পুনঃনির্মাণ হচ্ছে মেহেরপুর সদরের নতুন দরবেশপুর জামে মসজিদ। এতে গ্রামবাসী আনন্দ প্রকাশ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন দরবেশপুর জামে মসজিদটি তৈরি হয় ১৯১০ সালে। সেটি ১৯২৮ সালে ইমারত নির্মাণ হয় এবং ১৯৮৬ সালে মসজিদটির সংস্কার কাজ করা হয়। জনসংখ্যা বৃদ্ধির কারণে মুসল্লিদের জায়গার সংকুলান না হওয়ায় মসজিদ সম্প্রসারণের প্রয়োজনীয়তা অনুভব হয়। মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২০ সালে ভাঙা হয় পুরাতন মসজিদটি। পরবর্তীতে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে বাধা পড়ে নির্মাণকাজের। সেই থেকেই বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। শুরু হয় নানা জটিলতা। এ নিয়ে কয়েক দফা আলোচনায় বসেও সুরাহা হয়নি। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেন-দরবার শুরু হয় ওপর মহলে।
তবে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হস্তক্ষেপে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ, বারাদী ইউপি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসীর আলোচনায় সকল জটিলতার অবসান ঘটে। পরে শুরু হয় নতুন দরবেশপুর জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ। আগের জায়গাতেই মসজিদ নির্মাণে গ্রামবাসীর মনে এখন আনন্দের ছাপ।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মসজিদটি পুনরায় একই স্থানে নির্মাণ হওয়াতে আমরা আনন্দিত।’ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার কবির সাজু বলেন, ‘মসজিদটি নির্মাণ করা ছিল আমাদের প্রাণের দাবি। জটিলতা নিরসনে যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ মসজিদের নিয়মিত মুসল্লি শাহাদত হোসেন বলেন, ‘মসজিদের নির্মাণকাজ বন্ধ থাকার ফলে আমরা চাটাই ঘেরা ঘরে নামাজ আদায় করছি। মসজিদটি নির্মাণ হওয়াতে আমরা অনেক আনন্দিত।’ সাইদুর রহমান বলেন, ‘আমরা একটি মডেল মসজিদ হিসেবে গড়ে তুলব, এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’