ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের দুটি আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ১২ প্রার্থী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ৫৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে মেহেরপুর ১ ও ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন নেতা। গতকাল শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পর দিনের বিভিন্ন সময়ে মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতারা এই মনোনয়নপত্র কিনেছেন। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক সাত জন মনোনয়নপ্রত্যাশী মেহেরপুর-১ আসনের মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনের বর্তমান এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড মিয়াজন আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ছোট), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন।

অপরদিকে, মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন পাঁচজন। এরা হলেন- মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। যিনি এই আসনটিতে নৌকার প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য রয়েছেন। এছাড়াও মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনীর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নাজমুল হক সাগর।

মেহেরপুর-১ ও ২ আসনে আরও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যারা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গতকাল প্রথম দিনে মেহেরপুর থেকে ১২ জনের মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে। তবে আজ থেকে পরবর্তী দিনগুলোতে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের দুটি আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন ১২ প্রার্থী

আপলোড টাইম : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে মেহেরপুর ১ ও ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন নেতা। গতকাল শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন বিক্রি উদ্বোধন করার পর দিনের বিভিন্ন সময়ে মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতারা এই মনোনয়নপত্র কিনেছেন। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক সাত জন মনোনয়নপ্রত্যাশী মেহেরপুর-১ আসনের মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনের বর্তমান এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড মিয়াজন আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ছোট), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন।

অপরদিকে, মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন পাঁচজন। এরা হলেন- মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। যিনি এই আসনটিতে নৌকার প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য রয়েছেন। এছাড়াও মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনীর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নাজমুল হক সাগর।

মেহেরপুর-১ ও ২ আসনে আরও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যারা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গতকাল প্রথম দিনে মেহেরপুর থেকে ১২ জনের মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে। তবে আজ থেকে পরবর্তী দিনগুলোতে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।