ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিল ও পিকেটিং

সাধারণ মানুষকে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ, মশাল মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় হরতালের সর্মথনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কার্মীরা শহরের কয়েক স্থানে মিছিল ও পিকেটিং করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়ক, সদর হাসপাতাল সড়ক ও চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, বিএনপির ডাকা রোববার ও সোমবারের হরতালের সমর্থন জানিয়ে শহরের কয়েক স্থানে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও পিকেটিং করেন। সন্ধ্যা ছয়টায় শহরের শহীদ আবুল কাশেম সড়কের ডাকঘর চত্বর থেকে জনতা ফার্মেসির সামনে পর্যন্ত মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। একই সময়ে শহরের অপরদিকে সদর হাসপাতাল রোডের রাজধানী ক্লিনিকের সামনের রাস্তায় পিকেটিং করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা মশাল হাতে মিছিল করার পর মশালগুলো সড়কের ওপরে রেখেও হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন। নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহ:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে এবং ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে শহরের হাটখোলা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ জানান, বিএনপি ঘোষিত (১৯ ও ২০ নভেম্বর) ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ শহরের বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে কোলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিল ও পিকেটিং

সাধারণ মানুষকে শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালনের আহ্বান

আপলোড টাইম : ১০:২৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। হরতালের সমর্থনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ, মশাল মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় হরতালের সর্মথনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কার্মীরা শহরের কয়েক স্থানে মিছিল ও পিকেটিং করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ আবুল কাশেম সড়ক, সদর হাসপাতাল সড়ক ও চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, বিএনপির ডাকা রোববার ও সোমবারের হরতালের সমর্থন জানিয়ে শহরের কয়েক স্থানে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও পিকেটিং করেন। সন্ধ্যা ছয়টায় শহরের শহীদ আবুল কাশেম সড়কের ডাকঘর চত্বর থেকে জনতা ফার্মেসির সামনে পর্যন্ত মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। একই সময়ে শহরের অপরদিকে সদর হাসপাতাল রোডের রাজধানী ক্লিনিকের সামনের রাস্তায় পিকেটিং করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা মশাল হাতে মিছিল করার পর মশালগুলো সড়কের ওপরে রেখেও হরতালের সমর্থনে স্লোগান দিতে থাকেন। নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহ:
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে এবং ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে শহরের হাটখোলা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ জানান, বিএনপি ঘোষিত (১৯ ও ২০ নভেম্বর) ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ শহরের বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে কোলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।