ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ যাওয়া হলো না মেহেদীর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
গালিগালাজের প্রতিবাদ করে খুন হলেন মেহেদী হাসান (২৫) নামের এক যুবক। গত শনিবার মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী একই এলাকার সফর আলীর ছেলে। কয়েক দিন পরেই তার বিদেশ যাওয়ার কথা ছিল। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আকরাম হোসেনকে গেপ্তার করেছে পুলিশ।

মেহেদীর মা সাবিহা বেগম অভিযোগ করেন, আকরাম হোসেন প্রতিরাতেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এ ঘটনার প্রতিবাদ করে মেহেদী। গত শনিবার রাত ১২টার দিকে মেহেদী খাওয়া শেষ করে বসেছিল। এসময় তার একটি ফোন আসে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মেহেদী।

মেহেদীর স্ত্রী আঁখি বেগম অভিযোগ করেন, মধ্যরাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রতিবেশী আকরাম ও তার ভাই সাদ্দাম হোসেন মেহেদীর সঙ্গে তর্কে লিপ্ত হয়। এর একপর্যায়ে দুই ভাই মিলে ছুরিকাঘাত করে তার স্বামীকে হত্যা করেন। তিনি আরও বলেন, তার স্বামীর ভিসা-পাসপোর্টসহ বিমানের টিকিট হয়ে গেছে। আর তিন দিন পরে মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত মেহেদী ও আকরাম দুই বন্ধু। কথা-কাটাকাটির জের ধরে তাকে গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, তর্কের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিদেশ যাওয়া হলো না মেহেদীর

আপলোড টাইম : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

ঝিনাইদহ অফিস:
গালিগালাজের প্রতিবাদ করে খুন হলেন মেহেদী হাসান (২৫) নামের এক যুবক। গত শনিবার মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী একই এলাকার সফর আলীর ছেলে। কয়েক দিন পরেই তার বিদেশ যাওয়ার কথা ছিল। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আকরাম হোসেনকে গেপ্তার করেছে পুলিশ।

মেহেদীর মা সাবিহা বেগম অভিযোগ করেন, আকরাম হোসেন প্রতিরাতেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এ ঘটনার প্রতিবাদ করে মেহেদী। গত শনিবার রাত ১২টার দিকে মেহেদী খাওয়া শেষ করে বসেছিল। এসময় তার একটি ফোন আসে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মেহেদী।

মেহেদীর স্ত্রী আঁখি বেগম অভিযোগ করেন, মধ্যরাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রতিবেশী আকরাম ও তার ভাই সাদ্দাম হোসেন মেহেদীর সঙ্গে তর্কে লিপ্ত হয়। এর একপর্যায়ে দুই ভাই মিলে ছুরিকাঘাত করে তার স্বামীকে হত্যা করেন। তিনি আরও বলেন, তার স্বামীর ভিসা-পাসপোর্টসহ বিমানের টিকিট হয়ে গেছে। আর তিন দিন পরে মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত মেহেদী ও আকরাম দুই বন্ধু। কথা-কাটাকাটির জের ধরে তাকে গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, তর্কের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।