ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনা থাকবেন যতদিন, দেশের মানুষ নিরাপদে থাকবে ততদিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য, দেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য আমরা শপথ নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন যতদিন, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে ততোদিন।’ তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িক শক্তিকে পুঁজি করে রাজনীতি করে, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল, সেই হায়েনারা এখনো সক্রিয়। যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে নালিশ করে, মিথ্যাচার করে, অপপ্রচার চালায়, তাদের অপপ্রচারের উদ্দেশ্যই হলো জাতির পিতার কন্যার সরকারকে উৎখাত করা। তাদের উদ্দেশ্য হলো গরিব মেহনতি মানুষের জন্য সরকারের যে রাজনীতি সেই রাজনীতিকে ধ্বংস করা।’

গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানো যাবে না। বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক আদর্শে বিশ^াসী, বাংলাদেশের মানুষ ধর্মের রাজনীতিতে বিশ^াস করে না। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে বিশ^াস করে না। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলের। শেখ হাসিনার নেতৃত্বে জীবন দিয়ে হলেও আমরা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করব। তিনি নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে সহনশীল ও সৎ হওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, নির্মল চ্যাটার্জি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ম আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ধর্মবিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিণ্টু ও জাতীয় পরিষদের সদস্য আনিছুর রহমান টিপু। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে শোক প্রস্তাব করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রেজওয়ানুল হক রিপন। সঞ্চালনা করেন সদস্যসচিব রানা হামিদ। পরে গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শাহরিয়ার করিম রাসেলকে সভাপতি ও রানা হামিদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শেখ হাসিনা থাকবেন যতদিন, দেশের মানুষ নিরাপদে থাকবে ততদিন

আপলোড টাইম : ০২:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

ঝিনাইদহ অফিস:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য, দেশ বিরোধী সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য আমরা শপথ নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন যতদিন, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে ততোদিন।’ তিনি আরও বলেন, যারা সাম্প্রদায়িক শক্তিকে পুঁজি করে রাজনীতি করে, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল, সেই হায়েনারা এখনো সক্রিয়। যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে নালিশ করে, মিথ্যাচার করে, অপপ্রচার চালায়, তাদের অপপ্রচারের উদ্দেশ্যই হলো জাতির পিতার কন্যার সরকারকে উৎখাত করা। তাদের উদ্দেশ্য হলো গরিব মেহনতি মানুষের জন্য সরকারের যে রাজনীতি সেই রাজনীতিকে ধ্বংস করা।’

গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানো যাবে না। বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক আদর্শে বিশ^াসী, বাংলাদেশের মানুষ ধর্মের রাজনীতিতে বিশ^াস করে না। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক রাজনীতিকে বিশ^াস করে না। এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলের। শেখ হাসিনার নেতৃত্বে জীবন দিয়ে হলেও আমরা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করব। তিনি নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে সহনশীল ও সৎ হওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, নির্মল চ্যাটার্জি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সভাপতি ম আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ধর্মবিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিণ্টু ও জাতীয় পরিষদের সদস্য আনিছুর রহমান টিপু। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনে শোক প্রস্তাব করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রেজওয়ানুল হক রিপন। সঞ্চালনা করেন সদস্যসচিব রানা হামিদ। পরে গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শাহরিয়ার করিম রাসেলকে সভাপতি ও রানা হামিদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।