ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনী সীমান্ত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ৪৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে অভিযান পরিচালনা করলে অস্ত্র ফেলে চোরাচালানিরা পালিয়ে যায় বলে দাবি করেছে বিজিবি। এ ঘটনায় কেউ আটক হয়নি।

গতকাল মঙ্গলবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত সোমবার রাত আটটার দিকে সহড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সহড়তলা মাঠ নামক স্থানে নায়েব সুবেদার মো. ইসরাইল শেখের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪-৫ জন সীমান্তের শূন্য লাইনের দিকে অগ্রসর হতে দেখলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এতে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গাংনী থানায় হস্তান্তর করে এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনী সীমান্ত থেকে ওয়ান শুটারগান উদ্ধার

আপলোড টাইম : ০৯:৩৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে অভিযান পরিচালনা করলে অস্ত্র ফেলে চোরাচালানিরা পালিয়ে যায় বলে দাবি করেছে বিজিবি। এ ঘটনায় কেউ আটক হয়নি।

গতকাল মঙ্গলবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত সোমবার রাত আটটার দিকে সহড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সহড়তলা মাঠ নামক স্থানে নায়েব সুবেদার মো. ইসরাইল শেখের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪-৫ জন সীমান্তের শূন্য লাইনের দিকে অগ্রসর হতে দেখলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এতে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র গাংনী থানায় হস্তান্তর করে এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে।