ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

আসিফ কাজল, ঝিনাইদহ:
ঝিনাইদহের সড়ক-মহাসড়ক মানুষের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না অবৈধ যান চলাচল। প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে। সূত্রে জানা গেছে, গত ৬ মাসে ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৭১ জন। এর মধ্যে বেশির ভাগই মারা গেছেন অবৈধ যানবাহনের কারণে।

অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও ঝিনাইদহের বিভিন্ন সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে পারেনি হাইওয়ে পুলিশ। কথিত আছে, অবৈধ যানবাহন মালিকেরা মাসোহারা দিয়ে রাস্তায় এসব যানবাহন চালাচ্ছেন। পুলিশ ও পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলায় গত ৬ মাসে ১৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, কোটচাঁদপুরে ১৬ জন, মহেশপুরে ১১ জন, শৈলকুপায় ১২ জন নিহত হয়েছে। অন্যদিকে একই পরিবারের ৪ সদস্যসহ ৭ জনের মৃত্যু ঘটেছে কোটচাঁদপুরের কাশিপুর নামক স্থানে। ঘটনার দিন উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেলের স্ত্রী রিমা খাতুন ডাক্তার দেখাতে কোটচাঁদপুর শহরে যান। তার সঙ্গে ছিল সন্তান রাফান ও শাশুড়ীসহ দুই শিশু। পথের মধ্যে ফল ব্যবসায়ী আল-আমিন ইঞ্জিনচালিত ওই ভ্যানের যাত্রী হন। তারা কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন এবং পরে যশোর হাসপাতালে দুজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনায় একাধিক মৃত্যুর মধ্যে রয়েছে সদর উপজেলার কয়ারগাছি স্থানে আব্দুর রাকিব ও শাকিল, কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে স্বামী ছাবদার হোসেন ও স্ত্রী পারভিনা খাতুন, সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে ইমন ও আজিম, সদর উপজেলার আটলিয়া গ্রামে রিংকী খাতুন ও সাজেদুল ইসলাম, কালীগঞ্জের পিরোজপুর বটতলায় আবুল কালাম, শরীফা খাতুন ও অরো দাস এবং একই উপজেলার বেজপাড়া নামক স্থানে উজ্জল শেখ ও আমানুর রহমান নিহত হন।

বায়েস নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, তিনি কুষ্টিয়ার পোড়াদহ থেকে কাপড় কিনে ফেরার পথে হাইওয়ে পুলিশকে ২ হাজার ৫০০ টাকার ঘুষ দেন। টাকা না দিলে থ্রি-হুইলার আটকে রাখা হয়। থ্রি-হুইলার, আলমসাধু, ভটভটি, নছিমন ও করিমন গাড়ির বেশির ভাগ চালক অভিযোগ করেন, তারা মাসিক দিয়ে সড়কে চলাচল করেন। এই টাকা মালিক পক্ষ দিয়ে থাকেন। সুজন নামের এক ইজিবাইক চালক অভিযোগ করেন, রাস্তায় রাস্তায় তারা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শ্রমিক সংগঠনের টাকা দিয়ে থাকেন। টাকা না দিলে গাড়ি আটকে দেওয়া হয়।
এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচলের বিষয়ে শুধু ঝিনাইদহে বন্ধ হলে হবে না। সারা দেশেই বন্ধ করতে হবে। এ জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয় কাজ করছে। তারপরও আমরা সড়কগুলো অবৈধ যানমুক্ত করতে কাজ করছি।’ তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের তথ্যমতে সড়কে গত ৬ মাসে ১৫-১৬ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সারা জেলায় গ্রামীণ সড়কের দুর্ঘটনার হিসাব আমাদের কাছে নেই। ওসি মিজানুর রহমান বলেন, সড়ক-মহাসড়ক নিরাপদ রাখা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এই সেক্টরে যারা কাজ করেন তাদের সবাই একসঙ্গে কাজ করতে হবে।

ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারী পরিচালক আতিয়ার রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তার দপ্তর প্রতি মাসেই চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

আপলোড টাইম : ০৯:৩৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

আসিফ কাজল, ঝিনাইদহ:
ঝিনাইদহের সড়ক-মহাসড়ক মানুষের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না অবৈধ যান চলাচল। প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে। সূত্রে জানা গেছে, গত ৬ মাসে ঝিনাইদহের ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৭১ জন। এর মধ্যে বেশির ভাগই মারা গেছেন অবৈধ যানবাহনের কারণে।

অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও ঝিনাইদহের বিভিন্ন সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে পারেনি হাইওয়ে পুলিশ। কথিত আছে, অবৈধ যানবাহন মালিকেরা মাসোহারা দিয়ে রাস্তায় এসব যানবাহন চালাচ্ছেন। পুলিশ ও পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলায় গত ৬ মাসে ১৭ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, কোটচাঁদপুরে ১৬ জন, মহেশপুরে ১১ জন, শৈলকুপায় ১২ জন নিহত হয়েছে। অন্যদিকে একই পরিবারের ৪ সদস্যসহ ৭ জনের মৃত্যু ঘটেছে কোটচাঁদপুরের কাশিপুর নামক স্থানে। ঘটনার দিন উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেলের স্ত্রী রিমা খাতুন ডাক্তার দেখাতে কোটচাঁদপুর শহরে যান। তার সঙ্গে ছিল সন্তান রাফান ও শাশুড়ীসহ দুই শিশু। পথের মধ্যে ফল ব্যবসায়ী আল-আমিন ইঞ্জিনচালিত ওই ভ্যানের যাত্রী হন। তারা কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ তিনজন এবং পরে যশোর হাসপাতালে দুজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনায় একাধিক মৃত্যুর মধ্যে রয়েছে সদর উপজেলার কয়ারগাছি স্থানে আব্দুর রাকিব ও শাকিল, কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে স্বামী ছাবদার হোসেন ও স্ত্রী পারভিনা খাতুন, সদর উপজেলার নলডাঙ্গা গ্রামে ইমন ও আজিম, সদর উপজেলার আটলিয়া গ্রামে রিংকী খাতুন ও সাজেদুল ইসলাম, কালীগঞ্জের পিরোজপুর বটতলায় আবুল কালাম, শরীফা খাতুন ও অরো দাস এবং একই উপজেলার বেজপাড়া নামক স্থানে উজ্জল শেখ ও আমানুর রহমান নিহত হন।

বায়েস নামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, তিনি কুষ্টিয়ার পোড়াদহ থেকে কাপড় কিনে ফেরার পথে হাইওয়ে পুলিশকে ২ হাজার ৫০০ টাকার ঘুষ দেন। টাকা না দিলে থ্রি-হুইলার আটকে রাখা হয়। থ্রি-হুইলার, আলমসাধু, ভটভটি, নছিমন ও করিমন গাড়ির বেশির ভাগ চালক অভিযোগ করেন, তারা মাসিক দিয়ে সড়কে চলাচল করেন। এই টাকা মালিক পক্ষ দিয়ে থাকেন। সুজন নামের এক ইজিবাইক চালক অভিযোগ করেন, রাস্তায় রাস্তায় তারা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শ্রমিক সংগঠনের টাকা দিয়ে থাকেন। টাকা না দিলে গাড়ি আটকে দেওয়া হয়।
এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচলের বিষয়ে শুধু ঝিনাইদহে বন্ধ হলে হবে না। সারা দেশেই বন্ধ করতে হবে। এ জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয় কাজ করছে। তারপরও আমরা সড়কগুলো অবৈধ যানমুক্ত করতে কাজ করছি।’ তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের তথ্যমতে সড়কে গত ৬ মাসে ১৫-১৬ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সারা জেলায় গ্রামীণ সড়কের দুর্ঘটনার হিসাব আমাদের কাছে নেই। ওসি মিজানুর রহমান বলেন, সড়ক-মহাসড়ক নিরাপদ রাখা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এই সেক্টরে যারা কাজ করেন তাদের সবাই একসঙ্গে কাজ করতে হবে।

ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারী পরিচালক আতিয়ার রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তার দপ্তর প্রতি মাসেই চালকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিচ্ছে।