ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদে মধ্যে সংঘর্ষ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী বাজারে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি তবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মোটরসাইকেল বহর নিয়ে কালীগঞ্জ শহরে ফেরার পথে গুঞ্জনগর এলাকা থেকে ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। আটককৃতরা হলেন- কালীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব তরিকুল ইসলাম, সরকারি এম এম কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক তারিকুর রহমান টিপু।

নেতা-কর্মীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ মোটরসাইকেল বহর নিয়ে তার নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বের হন। বহরটি সদর উপজেলার আড়মুখী বাজারে পৌঁছালে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী তাদের ওপর দা-লাঠি নিয়ে হামলা চালায়। এসময় বিএনপি নেতা-কর্মীরা একত্রিত হয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আট নেতা-কর্মী আহত হন। স্থানীয় নলডাঙ্গা পুলিশ ফাঁসির ইনচার্জ মোজলেম হোসেন খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদে মধ্যে সংঘর্ষ

আপলোড টাইম : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী বাজারে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি তবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মোটরসাইকেল বহর নিয়ে কালীগঞ্জ শহরে ফেরার পথে গুঞ্জনগর এলাকা থেকে ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। আটককৃতরা হলেন- কালীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব তরিকুল ইসলাম, সরকারি এম এম কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক তারিকুর রহমান টিপু।

নেতা-কর্মীরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ মোটরসাইকেল বহর নিয়ে তার নির্বাচনী এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বের হন। বহরটি সদর উপজেলার আড়মুখী বাজারে পৌঁছালে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী তাদের ওপর দা-লাঠি নিয়ে হামলা চালায়। এসময় বিএনপি নেতা-কর্মীরা একত্রিত হয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আট নেতা-কর্মী আহত হন। স্থানীয় নলডাঙ্গা পুলিশ ফাঁসির ইনচার্জ মোজলেম হোসেন খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।