ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ঈদের ছুটিতে সড়কে ঝরল তরতাজা চার প্রাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঈদের ছুটিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার মীরেরহুদা গ্রামের আকরাম হোসেনের ছেলে আমানুর রহমান (২৩), শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের মোমরেজ শেখের ছেলে উজ্জ্বল হোসেন শেখ (৪০), কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে মিজানুর রহমান (২৮) ও মহেশপুর উপজেলার পদ্মরাজপুর গ্রামের মিল্লাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (২৩)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি থ্রি-হুইলার কালীগঞ্জের দিকে যাচ্ছিল। গাড়িটি বেজপাড়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়। আহত দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমানকে ঢাকায় পাঠানো হয়। গত শনিবার ভোরে তার মৃত্য হয়।

এদিকে মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মুনিরুজ্জামান জানান, গত শুক্রবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে মরিয়ম বেগম নামে এক নারী নিহত হন। এসময় আহত হন তার স্বামী বিল্লাল হোসেন। ঘটনার দিন নিহত মরিয়ম বেগম স্বামীর সঙ্গে ডাক্তারের কাছে যাচ্ছিলেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গতকাল রোববার সকালে মীরেরহুদা গ্রামের আমানুর রহমান মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। তিনি বিষয়খালী নামক স্থানে পৌঁছালে একটি আলমসাধু গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ঈদের ছুটিতে সড়কে ঝরল তরতাজা চার প্রাণ

আপলোড টাইম : ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঈদের ছুটিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার মীরেরহুদা গ্রামের আকরাম হোসেনের ছেলে আমানুর রহমান (২৩), শৈলকুপা পৌর এলাকার কবিরপুর গ্রামের মোমরেজ শেখের ছেলে উজ্জ্বল হোসেন শেখ (৪০), কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে মিজানুর রহমান (২৮) ও মহেশপুর উপজেলার পদ্মরাজপুর গ্রামের মিল্লাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (২৩)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি থ্রি-হুইলার কালীগঞ্জের দিকে যাচ্ছিল। গাড়িটি বেজপাড়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী রুপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়। আহত দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও থ্রি-হুইলাইরের চালক মিজানুর রহমানকে ঢাকায় পাঠানো হয়। গত শনিবার ভোরে তার মৃত্য হয়।

এদিকে মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মুনিরুজ্জামান জানান, গত শুক্রবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে মরিয়ম বেগম নামে এক নারী নিহত হন। এসময় আহত হন তার স্বামী বিল্লাল হোসেন। ঘটনার দিন নিহত মরিয়ম বেগম স্বামীর সঙ্গে ডাক্তারের কাছে যাচ্ছিলেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, গতকাল রোববার সকালে মীরেরহুদা গ্রামের আমানুর রহমান মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। তিনি বিষয়খালী নামক স্থানে পৌঁছালে একটি আলমসাধু গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।