ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিদ্যালয়ের মনোনয়ন প্রত্যাহার করায় মারধর ও চাঁদা দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর তা প্রত্যাহার করায় মারধর ও মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী সত্যপদ ঘোষ বলেন, ‘আমি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমার মেয়ে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। ওই স্কুলের ম্যানেজিং কমিটির ভোটের জন্য আমাকে প্রার্থী হতে বলেন স্থানীয় ফজলু মেম্বার, উত্তর দুর্গাপুর গ্রামের জিন্নাহ, বিল্লাল, ইসরাইল, আবু বক্করসহ কতিপয় ব্যক্তি। আমি লেখাপড়া না জানায় প্রার্থী হতে অনীহা প্রকাশ করি। এতে আমার ওপর ক্ষুব্ধ হয় তারা। গত শনিবার রাতে আবুর বক্কর ও ফজলুর নেতৃত্বে ৭-৮ জনের একটা দল জোরপূর্বক আমাকে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সামনে নিয়ে এসে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তারা বলে আগামীকাল সকালে ১০ লাখ টাকা নিয়ে বিজয়পুর বাজারে এসে আমাদের দিয়ে যাবি। না দিলে তোদের দেশছাড়া করে দেওয়া হবে।’

এদিকে এ ঘটনার প্রতিবাদে গত রোববার রাতে পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করেছে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। সে সময় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে আবু বক্কর ও ফজলুর রহমান বলেন, ‘একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বিদ্যালয়ের মনোনয়ন প্রত্যাহার করায় মারধর ও চাঁদা দাবি

আপলোড টাইম : ১০:৫৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

ঝিনাইদহ অফিস:
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর তা প্রত্যাহার করায় মারধর ও মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী সত্যপদ ঘোষ বলেন, ‘আমি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমার মেয়ে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। ওই স্কুলের ম্যানেজিং কমিটির ভোটের জন্য আমাকে প্রার্থী হতে বলেন স্থানীয় ফজলু মেম্বার, উত্তর দুর্গাপুর গ্রামের জিন্নাহ, বিল্লাল, ইসরাইল, আবু বক্করসহ কতিপয় ব্যক্তি। আমি লেখাপড়া না জানায় প্রার্থী হতে অনীহা প্রকাশ করি। এতে আমার ওপর ক্ষুব্ধ হয় তারা। গত শনিবার রাতে আবুর বক্কর ও ফজলুর নেতৃত্বে ৭-৮ জনের একটা দল জোরপূর্বক আমাকে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সামনে নিয়ে এসে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তারা বলে আগামীকাল সকালে ১০ লাখ টাকা নিয়ে বিজয়পুর বাজারে এসে আমাদের দিয়ে যাবি। না দিলে তোদের দেশছাড়া করে দেওয়া হবে।’

এদিকে এ ঘটনার প্রতিবাদে গত রোববার রাতে পোড়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সভা করেছে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। সে সময় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে আবু বক্কর ও ফজলুর রহমান বলেন, ‘একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।