ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ৪২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা। গতকাল মঙ্গলবার গাংনী উপজেলার কাথুলী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন পথিকের পাঠশালার পরিচালক ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন গাংনী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পথিক।

এসময় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপজেলা শাখার সহসভাপতি হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সহসভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার করলেই চলবে না। অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে অসংখ্য সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিম ও সাগর-রুনীসহ দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সকল সাংবাদিকের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান।

মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখার রবিউল ইসলাম, রাশেদ খান, দিলরুবা, মরজেম হোসেন, মজিবর রহমান, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, আমাদের সূর্যোদয়ের আবুল হোসেন, সাংবাদিক সাঈদ ও দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুনসহ গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপলোড টাইম : ০৯:০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা। গতকাল মঙ্গলবার গাংনী উপজেলার কাথুলী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন পথিকের পাঠশালার পরিচালক ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন গাংনী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পথিক।

এসময় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপজেলা শাখার সহসভাপতি হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সহসভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, শুধু গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কার করলেই চলবে না। অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে অসংখ্য সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছেন। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিম ও সাগর-রুনীসহ দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সকল সাংবাদিকের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান।

মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখার রবিউল ইসলাম, রাশেদ খান, দিলরুবা, মরজেম হোসেন, মজিবর রহমান, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, আমাদের সূর্যোদয়ের আবুল হোসেন, সাংবাদিক সাঈদ ও দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুনসহ গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।