ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা ও ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুসহ যুবকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা, ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জ পানিতে ডুবে দুই শিশুসহ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পুকুরে ডুবে আয়েশা খাতুন নামের চার বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের কেদারনগর গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা একই গ্রামের স্বপন আলীর মেয়ে। জানা গেছে, আয়েশা খাতুন প্রতিদিনের ন্যায় স্বপন আলীর অন্য বাঁচ্চাদের সঙ্গে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করছিল। সংসারের কাজ শেষ করে দুপুর ১২টার দিকে আয়েশার মা বাঁচ্চাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে অবশেষে বাড়ি সংলগ্ন পুকুরে জাল ফেললে তাতে আয়েশার লাশ উঠে আসে। সন্ধ্যায় আয়েশার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বর্জাপুর-কাগমারি বাওড়ে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আসিফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। আসিফ বর্জাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা যায়, আসিফ গত সোমবার ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছিল। গতকাল বেলা একটার দিকে বৃষ্টির সময় স্থানীয় বন্ধুদের সঙ্গে কাগমারি বাওড়ে গোসল করতে যায় আসিফ। স্থানীয়রা জানায়, আসিফ ও তার দুই বন্ধু বাওড়ে নেমেছিল। এসময় আসিফকে ডুবে যেতে দেখে অন্যরা বাঁচানোর চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হয়ে বাওড় থেকে উঠে আসে। এবং একটি ছেলে বাওড় পাড়েই অজ্ঞান হয়ে যায়।
পরে স্থানীয় জেলেরা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে মহেশপুর ফায়ার সার্ভিসে ফোন করে। এদিকে খুলনা ডুবুরি টিমকে খবর দিলে তিনজন ডুবুরি বিকেল সাড়ে পাঁচটার দিকে এসে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মৃত অবস্থায় আসিফ হোসেনকে ডুবুরিরা উদ্ধার করে।
ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জিসান যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে আসে জিসান। গতকাল সকালে তিনজন বিভিন্ন গাছ থেকে জাম সংগ্রহ করে। এরপর জাম খেয়ে তারা একটি পুকুরে গোসল করতে নামে। এরমধ্যে শিশু জিসান পানিতে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা দুজন স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে জিসানকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা ও ঝিনাইদহে পানিতে ডুবে ২ শিশুসহ যুবকের মৃত্যু

আপলোড টাইম : ০৮:৪৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা, ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জ পানিতে ডুবে দুই শিশুসহ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পুকুরে ডুবে আয়েশা খাতুন নামের চার বছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়নের কেদারনগর গ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা একই গ্রামের স্বপন আলীর মেয়ে। জানা গেছে, আয়েশা খাতুন প্রতিদিনের ন্যায় স্বপন আলীর অন্য বাঁচ্চাদের সঙ্গে বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করছিল। সংসারের কাজ শেষ করে দুপুর ১২টার দিকে আয়েশার মা বাঁচ্চাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে অবশেষে বাড়ি সংলগ্ন পুকুরে জাল ফেললে তাতে আয়েশার লাশ উঠে আসে। সন্ধ্যায় আয়েশার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বর্জাপুর-কাগমারি বাওড়ে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আসিফ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। আসিফ বর্জাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা যায়, আসিফ গত সোমবার ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা থেকে বাড়িতে এসেছিল। গতকাল বেলা একটার দিকে বৃষ্টির সময় স্থানীয় বন্ধুদের সঙ্গে কাগমারি বাওড়ে গোসল করতে যায় আসিফ। স্থানীয়রা জানায়, আসিফ ও তার দুই বন্ধু বাওড়ে নেমেছিল। এসময় আসিফকে ডুবে যেতে দেখে অন্যরা বাঁচানোর চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হয়ে বাওড় থেকে উঠে আসে। এবং একটি ছেলে বাওড় পাড়েই অজ্ঞান হয়ে যায়।
পরে স্থানীয় জেলেরা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে মহেশপুর ফায়ার সার্ভিসে ফোন করে। এদিকে খুলনা ডুবুরি টিমকে খবর দিলে তিনজন ডুবুরি বিকেল সাড়ে পাঁচটার দিকে এসে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মৃত অবস্থায় আসিফ হোসেনকে ডুবুরিরা উদ্ধার করে।
ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জিসান যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে আসে জিসান। গতকাল সকালে তিনজন বিভিন্ন গাছ থেকে জাম সংগ্রহ করে। এরপর জাম খেয়ে তারা একটি পুকুরে গোসল করতে নামে। এরমধ্যে শিশু জিসান পানিতে ডুবে যায়। পরে তার সঙ্গে থাকা দুজন স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে জিসানকে পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জিসানের মৃত্যু হয়েছে।