ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত হয়েছে অন্তত ৩৫ জন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গ্রাম ইউনিয়ন ও পৌর এলাকায় ৩৫ জন মানুষকে কামড়ে জখম করে কুকুরটি। এর মধ্যে রায়গ্রাম এলাকার সুন্নি খাতুন, শিলা খাতুন, দুলাল মুন্দিয়া এলাকার আলপনা খাতুন, হেলাই গ্রামের মাহিরোন নেছা, নিশ্চিন্তপুর এলাকার ইয়াসমিন খাতুন, দীপ্তি দাস, পূর্ণিমা, সনজিৎ অধিকারী, মধুগঞ্জ বাজার এলাকার বকুল অধিকারী, ফয়লা এলাকার সেলিনা খাতুন, হেলাই গ্রামের সাজেদা খাতুন, বলিদাপাড়া এলাকার হাসিনা খাতুন, রাখি খাতুন, নাটোপাড়া এলাকার আব্দুর রউফসহ নারী ও শিশুসহ ১৭ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুকুরের কামড়ে আহত নিশি খাতুন জানান, সকালে রায়গ্রামে সাদা রঙের একটি পাগলা কুকুর পথচারী, দোকানি, স্কুলছাত্রী, শিশুদের কামড়াতে শুরু করে। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে দৌঁড়ে হেলা, বলিদাপাড়া ও পৌরসভার নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মানুষকে কামড়ে আহত করে। একপর্যায়ে কুকুরটি ধাওয়া খেয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন কুকুরে কামড়ানো রোগী এসেছে। আমরা তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দিয়েছি। দুজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।’

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম কুকুরে কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌরসভার পক্ষ থেকে পাগলা কুকুরটি শনাক্ত করার জন্য কয়েকজনকে পাঠানো হয়। উল্লেখ্য ২০২২ সালের ৫ নভেম্বর কালীগঞ্জে দুই পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৩৫

আপলোড টাইম : ০৩:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত হয়েছে অন্তত ৩৫ জন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রায়গ্রাম ইউনিয়ন ও পৌর এলাকায় ৩৫ জন মানুষকে কামড়ে জখম করে কুকুরটি। এর মধ্যে রায়গ্রাম এলাকার সুন্নি খাতুন, শিলা খাতুন, দুলাল মুন্দিয়া এলাকার আলপনা খাতুন, হেলাই গ্রামের মাহিরোন নেছা, নিশ্চিন্তপুর এলাকার ইয়াসমিন খাতুন, দীপ্তি দাস, পূর্ণিমা, সনজিৎ অধিকারী, মধুগঞ্জ বাজার এলাকার বকুল অধিকারী, ফয়লা এলাকার সেলিনা খাতুন, হেলাই গ্রামের সাজেদা খাতুন, বলিদাপাড়া এলাকার হাসিনা খাতুন, রাখি খাতুন, নাটোপাড়া এলাকার আব্দুর রউফসহ নারী ও শিশুসহ ১৭ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কুকুরের কামড়ে আহত নিশি খাতুন জানান, সকালে রায়গ্রামে সাদা রঙের একটি পাগলা কুকুর পথচারী, দোকানি, স্কুলছাত্রী, শিশুদের কামড়াতে শুরু করে। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে দৌঁড়ে হেলা, বলিদাপাড়া ও পৌরসভার নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মানুষকে কামড়ে আহত করে। একপর্যায়ে কুকুরটি ধাওয়া খেয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন কুকুরে কামড়ানো রোগী এসেছে। আমরা তাদের ভ্যাকসিনসহ চিকিৎসা দিয়েছি। দুজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।’

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম কুকুরে কামড়ানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পৌরসভার পক্ষ থেকে পাগলা কুকুরটি শনাক্ত করার জন্য কয়েকজনকে পাঠানো হয়। উল্লেখ্য ২০২২ সালের ৫ নভেম্বর কালীগঞ্জে দুই পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়।