ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মানবাধিকার কর্মীর ওপর হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
তিন দিন পেরিয়ে গেলেও বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক অ্যাডভোকেট আমির হোসেন মালিতার ছেলে মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলের ওপর হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের মালিতা প্লাজার সামনে চঞ্চলের ওপর হামলা চালানো হয়। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল। চঞ্চলের ওপর এই হামলার ঘটনা নিয়ে জেলাজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

হামলার শিকার আনোয়ারুজ্জামান চঞ্চল অভিযোগ করেন, হামলাকারীরা প্রভাবশালী ও দলীয় পদে থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে আদৌ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, হামলাকারীদের শনাক্ত করতে আমাদের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে। অচিরেই হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মানবাধিকার কর্মীর ওপর হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ

আপলোড টাইম : ০৯:০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

ঝিনাইদহ অফিস:
তিন দিন পেরিয়ে গেলেও বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক অ্যাডভোকেট আমির হোসেন মালিতার ছেলে মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলের ওপর হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের মালিতা প্লাজার সামনে চঞ্চলের ওপর হামলা চালানো হয়। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল। চঞ্চলের ওপর এই হামলার ঘটনা নিয়ে জেলাজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

হামলার শিকার আনোয়ারুজ্জামান চঞ্চল অভিযোগ করেন, হামলাকারীরা প্রভাবশালী ও দলীয় পদে থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে আদৌ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, হামলাকারীদের শনাক্ত করতে আমাদের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে। অচিরেই হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।