ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় অনন্ত সরকার নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবু্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই আদেশ দেন। অনন্ত সরকার শহরের চাকলাপাড়ার দিলু সরকারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বজলুর রহমান জানান, ২০১৪ সালের ৮ মে ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অনন্ত সরকার স্থানীয় একটি কোচিং সেন্টারে নিয়ে ধর্ষণ করেন। তিনি প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার মামলা করতে অপারাগতা প্রকাশ করলে ঝিনাইদহ সদর থানার এসআই উজ্জ্বল মৈত্র বাদী হয়ে এ মামলা করেন।

পিপি অ্যাডভোকেট বজলুর রহমান আরও জানান, মামলা চলাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হুমকি-ধমকি দিতে থাকেন অনন্ত সরকার। ক্রমাগত হুমকি দিয়েও বাদী ও স্বাক্ষীদের ম্যানেজ করতে না পেরে অনন্ত সরকার গোপনে ভারতে পাড়ি জমান। এদিকে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির অনুপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার অনন্ত সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

এদিকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে শক্তভাবে ধর্ষণ মামলা পরিচালনার জন্য আদালতের বিচারক মো. মিজানুর রহমান ও পিপি অ্যাডভোকেট বজলুর রহমানকে ধন্যবাদ জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপলোড টাইম : ১১:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় অনন্ত সরকার নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবু্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই আদেশ দেন। অনন্ত সরকার শহরের চাকলাপাড়ার দিলু সরকারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট বজলুর রহমান জানান, ২০১৪ সালের ৮ মে ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অনন্ত সরকার স্থানীয় একটি কোচিং সেন্টারে নিয়ে ধর্ষণ করেন। তিনি প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার পরিবার মামলা করতে অপারাগতা প্রকাশ করলে ঝিনাইদহ সদর থানার এসআই উজ্জ্বল মৈত্র বাদী হয়ে এ মামলা করেন।

পিপি অ্যাডভোকেট বজলুর রহমান আরও জানান, মামলা চলাকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হুমকি-ধমকি দিতে থাকেন অনন্ত সরকার। ক্রমাগত হুমকি দিয়েও বাদী ও স্বাক্ষীদের ম্যানেজ করতে না পেরে অনন্ত সরকার গোপনে ভারতে পাড়ি জমান। এদিকে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির অনুপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার অনন্ত সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

এদিকে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে শক্তভাবে ধর্ষণ মামলা পরিচালনার জন্য আদালতের বিচারক মো. মিজানুর রহমান ও পিপি অ্যাডভোকেট বজলুর রহমানকে ধন্যবাদ জানান।