ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে অনিয়ম-দুর্নীতির খবর ফেসবুকে লেখালেখি করায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমির হোসেন মালিতার ছেলে মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের মালিতা প্লাজার সামনে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল। এদিকে চঞ্চলের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

চঞ্চল বলেন, তিনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে লিখে জনমত সৃষ্টি করে আসছিলেন। এতে শাসক দলের একটি মহল তার ওপর ক্ষুব্ধ ছিল। ফেসবুকে তার লেখালেখির কারণে তার ওপর হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ফেসবুকে হামলার ঘটনার বিস্তারিত উল্লেখ করেছি। সন্দেহভাজন হামলাকারীদের ছবি দিয়ে কে এবং কারা এ হামলার সঙ্গে জড়িত তা বিস্তারতি বর্ণনা করেছি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্তে নেমেছে। অতিদ্রুত হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে অনিয়ম-দুর্নীতির খবর ফেসবুকে লেখালেখি করায়

আপলোড টাইম : ০৪:১৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমির হোসেন মালিতার ছেলে মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ ওরফে চঞ্চলকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের মালিতা প্লাজার সামনে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চঞ্চল। এদিকে চঞ্চলের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

চঞ্চল বলেন, তিনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে লিখে জনমত সৃষ্টি করে আসছিলেন। এতে শাসক দলের একটি মহল তার ওপর ক্ষুব্ধ ছিল। ফেসবুকে তার লেখালেখির কারণে তার ওপর হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ফেসবুকে হামলার ঘটনার বিস্তারিত উল্লেখ করেছি। সন্দেহভাজন হামলাকারীদের ছবি দিয়ে কে এবং কারা এ হামলার সঙ্গে জড়িত তা বিস্তারতি বর্ণনা করেছি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্তে নেমেছে। অতিদ্রুত হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’