ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হোটেল থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুর শহরের এজাজ আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর জেলা ডিবি ও মেহেরপুর সদর থানা-পুলিশ এজাজ আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় হোটেলের মালিক ঝণ্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে এজাজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের বিষয়টি কর্তৃপক্ষ সদর থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমসহ সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তারা হোটেলের চারতলার একটি তালাবদ্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার অটোচালক আব্দুর রহমান তার অটো নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি এরপর আর বাড়ি যাননি। গতকাল দুপুরে শহরের এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত ও আসামিদের গ্রেপ্তার করতে প্রশাসনের একাধিক দল কাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হোটেল থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

আপলোড টাইম : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুর শহরের এজাজ আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর জেলা ডিবি ও মেহেরপুর সদর থানা-পুলিশ এজাজ আবাসিক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় হোটেলের মালিক ঝণ্টু মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরের দিকে এজাজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে। দুর্গন্ধের বিষয়টি কর্তৃপক্ষ সদর থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমসহ সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় তারা হোটেলের চারতলার একটি তালাবদ্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার অটোচালক আব্দুর রহমান তার অটো নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি এরপর আর বাড়ি যাননি। গতকাল দুপুরে শহরের এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত ও আসামিদের গ্রেপ্তার করতে প্রশাসনের একাধিক দল কাজ করছে।