ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ১৩ বছরেও হত্যার বিচার না পেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ভ্যানচালক রেজাউল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতয়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদিল উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়। ১২ ফেব্রুয়ারি সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নিহতের স্ত্রী আনজিরা খাতুন মামলা দায়ের করেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বসির উদ্দিন এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ বসির উদ্দিন, মঞ্জুরুল আলম, আক্তার ও রঞ্জিতের নামে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৩ বছরেও বিচারকার্য শেষ না হওয়ায় পরিবার ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের দাবি করেন তারা। সংবাদ সম্মেলন শেষে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ১৩ বছরেও হত্যার বিচার না পেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১২:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ভ্যানচালক রেজাউল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতয়নে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদিল উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করা হয়। ১২ ফেব্রুয়ারি সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নিহতের স্ত্রী আনজিরা খাতুন মামলা দায়ের করেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বসির উদ্দিন এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ বসির উদ্দিন, মঞ্জুরুল আলম, আক্তার ও রঞ্জিতের নামে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৩ বছরেও বিচারকার্য শেষ না হওয়ায় পরিবার ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিরা জামিনে বেরিয়ে এসে বাদীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের দাবি করেন তারা। সংবাদ সম্মেলন শেষে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়।