ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে র‌্যাবের ওপর হামলা মামলার আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় এক র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় করা মামলার ৪ নম্বর আসামি মুন্টু ওরফে ভুট্টো মন্ডলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে র‌্যাব-১২ কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মুন্টু গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের আমিন মন্ডলের ছেলে। র‌্যাব জানায়, মুন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ মে বিকেলে মাদক কারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায় গাংনীর সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদক নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মাদক কারবারি হাড়াভাঙ্গা গ্রামের সাইদ হোসেন সুইটকে ধরলে সে ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্য এসআই উত্তম কুমারকে কোপ দেন। এতে মাথা ও ঘাড় জখম হন উত্তম কুমারের। র‌্যাব সদস্যরা আত্মরক্ষায় মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি। এতে মাদক কারবারিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাবের হাতে ধরা পড়ে সাইদ হোসেন। তার হাত ও পা গুলিবিদ্ধ হয়। পরে আহত এসআই উত্তম কুমার ও মাদক ব্যবসায়ী সুইটকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়। তারা এখনো চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে র‌্যাবের ওপর হামলা মামলার আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় এক র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় করা মামলার ৪ নম্বর আসামি মুন্টু ওরফে ভুট্টো মন্ডলকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামে র‌্যাব-১২ কুষ্টিয়া ও মেহেরপুরের গাংনী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। মুন্টু গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের আমিন মন্ডলের ছেলে। র‌্যাব জানায়, মুন্টুকে জিজ্ঞাসাবাদ শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ মে বিকেলে মাদক কারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালায় গাংনীর সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদক নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় মাদক কারবারি হাড়াভাঙ্গা গ্রামের সাইদ হোসেন সুইটকে ধরলে সে ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্য এসআই উত্তম কুমারকে কোপ দেন। এতে মাথা ও ঘাড় জখম হন উত্তম কুমারের। র‌্যাব সদস্যরা আত্মরক্ষায় মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি। এতে মাদক কারবারিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাবের হাতে ধরা পড়ে সাইদ হোসেন। তার হাত ও পা গুলিবিদ্ধ হয়। পরে আহত এসআই উত্তম কুমার ও মাদক ব্যবসায়ী সুইটকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়। তারা এখনো চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করে।