ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা:
‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘পরিবেশ আমাদের রক্ষা করতেই হবে, তা না হলে আমাদের সব সাফল্য বিলিন হয়ে যাবে। পরিবেশ দূষণ প্রতিরোধের বিভিন্ন দিক থাকলেও এবার বিশ^ পরিবেশ সংস্থা প্লাস্টিক দূষণের ওপর গুরুত্ব দিয়েছে। প্লাস্টিক যখন উৎপাদন শুরু হয়েছিল, তখন এর ক্ষতিকর দিক পর্যালোচনা করে দেখা হয়নি। মানুষও তখন অতটা সচেতন ছিল না। ১৯৭৪ সাল থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশে^র উন্নত দেশগুলোতে প্লাস্টিক ব্যবহারের পরে যেখানে সেখানে ফেলে না, কিন্তু আমাদের দেশে আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, এটা আমরা স্বাধীনতা মনে করলেও আসলে এটা স্বাধীনতা নয়। আমাদের বুঝতে হবে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা এক নয়। আমরা স্মার্ট দেশে রূপান্তর হতে যাচ্ছি। আমাদের চিন্তা-চেতনা আরও আধুনিক করতে হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘প্লাস্টিকের বিপরীতে সোনালি আঁশ পাট ও কাগজের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমরা যদি পাট ও কাগজের ব্যবহার বৃদ্ধি করে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলতে পারি, তা হলেই আজকের এই প্রতিপাদ্য সফল হবে। সুন্দর পরিবেশ গঠনে নিজেকে সচেতন হতে হবে এবং আশেপাশের সকলকে সচেতন করতে হবে।’ পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য বৃক্ষ প্রদান করা হয়।

জীবননগর:
জীবননগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার প্রমুখ।

ঝিনাইদহ:
‘প্লাস্টিক দূষণের সমাধানে, শামিল হই সকলে’ স্লোগানে ঝিনাইদহে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে জেলা প্রশাসকের মিনি ইকোপার্কে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপন শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, সিভিল সার্জন শ্রভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার, যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবি প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে পৃথিবী সুন্দর থাকবে। প্লাস্টিক বর্জনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

আপলোড টাইম : ০৫:১৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা:
‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘পরিবেশ আমাদের রক্ষা করতেই হবে, তা না হলে আমাদের সব সাফল্য বিলিন হয়ে যাবে। পরিবেশ দূষণ প্রতিরোধের বিভিন্ন দিক থাকলেও এবার বিশ^ পরিবেশ সংস্থা প্লাস্টিক দূষণের ওপর গুরুত্ব দিয়েছে। প্লাস্টিক যখন উৎপাদন শুরু হয়েছিল, তখন এর ক্ষতিকর দিক পর্যালোচনা করে দেখা হয়নি। মানুষও তখন অতটা সচেতন ছিল না। ১৯৭৪ সাল থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বিশে^র উন্নত দেশগুলোতে প্লাস্টিক ব্যবহারের পরে যেখানে সেখানে ফেলে না, কিন্তু আমাদের দেশে আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, এটা আমরা স্বাধীনতা মনে করলেও আসলে এটা স্বাধীনতা নয়। আমাদের বুঝতে হবে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা এক নয়। আমরা স্মার্ট দেশে রূপান্তর হতে যাচ্ছি। আমাদের চিন্তা-চেতনা আরও আধুনিক করতে হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘প্লাস্টিকের বিপরীতে সোনালি আঁশ পাট ও কাগজের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমরা যদি পাট ও কাগজের ব্যবহার বৃদ্ধি করে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলতে পারি, তা হলেই আজকের এই প্রতিপাদ্য সফল হবে। সুন্দর পরিবেশ গঠনে নিজেকে সচেতন হতে হবে এবং আশেপাশের সকলকে সচেতন করতে হবে।’ পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য বৃক্ষ প্রদান করা হয়।

জীবননগর:
জীবননগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার প্রমুখ।

ঝিনাইদহ:
‘প্লাস্টিক দূষণের সমাধানে, শামিল হই সকলে’ স্লোগানে ঝিনাইদহে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে জেলা প্রশাসকের মিনি ইকোপার্কে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপন শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, সিভিল সার্জন শ্রভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার, যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবি প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে পৃথিবী সুন্দর থাকবে। প্লাস্টিক বর্জনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।