ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ; জখম ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ৪৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিন যুবক জখম হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর ব্রিজে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো- রশিকপুরের খোকন শেখের ছেলে মানিক (১৬) একই এলাকার শামসুদ্দোহা শেখের ছেলে শানমন (১৮) ও মজিদুলের ছেলে টোকন (২১)।

স্থানীয়রা জানায়, ২০২০ সালে করোনা মহামারির সময়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় রশিকপুর ব্রিজে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নিলে উভয়পক্ষের তিনজ আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরগ চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহতদের মধ্যে টোকনের মাথার ক্ষতস্থানে ৯টি সেলাই দেওয়া হয়েছে।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাজী কোমরউদ্দিন বলেন, ‘করোনা মহামারি সমেয়র একটি দ্বন্দ্বের জেরে রসিকপুর ব্রিজে এ  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক রক্তাক্ত জখম হয়েছে। আরও কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জেনেছি।’

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ; জখম ৩

আপলোড টাইম : ০৪:০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

প্রতিবেদক, মুজিবনগর:

মেহেরপুরের মুজিবনগরে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিন যুবক জখম হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর ব্রিজে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলো- রশিকপুরের খোকন শেখের ছেলে মানিক (১৬) একই এলাকার শামসুদ্দোহা শেখের ছেলে শানমন (১৮) ও মজিদুলের ছেলে টোকন (২১)।

স্থানীয়রা জানায়, ২০২০ সালে করোনা মহামারির সময়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় রশিকপুর ব্রিজে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নিলে উভয়পক্ষের তিনজ আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরগ চিকিৎসক আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। আহতদের মধ্যে টোকনের মাথার ক্ষতস্থানে ৯টি সেলাই দেওয়া হয়েছে।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাজী কোমরউদ্দিন বলেন, ‘করোনা মহামারি সমেয়র একটি দ্বন্দ্বের জেরে রসিকপুর ব্রিজে এ  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন যুবক রক্তাক্ত জখম হয়েছে। আরও কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জেনেছি।’

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’