ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা পরিষদের উদ্যোগে এ ট্যাব বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, উপজেলা নির্বাচন অফিসার মসিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠান শেষে সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৯৬ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে সদর উপজেলার ৮৫টি বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থীদের এ ট্যাব বিতরণ করা হবে। জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত এই ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

আপলোড টাইম : ০৩:৫৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা পরিষদের উদ্যোগে এ ট্যাব বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, উপজেলা নির্বাচন অফিসার মসিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠান শেষে সদর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৯৬ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। জানা গেছে, আগামী ১৫ দিনের মধ্যে সদর উপজেলার ৮৫টি বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থীদের এ ট্যাব বিতরণ করা হবে। জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত এই ট্যাবগুলো প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা।