ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার তাদের মৃত্যু হয়। জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কুলবাড়িয়া গ্রামের শিলু মন্ডল (৪২) নিজের বাড়িতে বিকল হয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিলু মন্ডল উপজেলার ফলসী ইউনিয়নে কুলবাড়িয়া গ্রামের কুবাদ আলীর ছেলে।

এদিকে গতকাল পারিবারিক কলহের জেরে উপজেলার হরিশপুর গ্রামে রুজদার আলী (৪৫) নামের এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। রুজদার আলী একই গ্রামের কানাই মোড় এলাকায় মৃত ছবের মোল্লার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে রুজদারের পরিবারে কলহ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার ভোরে বাড়ি থেকে মাঠের উদ্দেশ্য বের হন তিনি। পরে মাঠে গিয়ে তিনি বিষপান করেন। এসময় ছটফট করতে দেখে পাশের খেতের এক কৃষক টের পেয়ে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, ‘দুইটা অপমৃত্যুর বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুটি মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

আপলোড টাইম : ০৭:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিষপান ও বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার তাদের মৃত্যু হয়। জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার কুলবাড়িয়া গ্রামের শিলু মন্ডল (৪২) নিজের বাড়িতে বিকল হয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিলু মন্ডল উপজেলার ফলসী ইউনিয়নে কুলবাড়িয়া গ্রামের কুবাদ আলীর ছেলে।

এদিকে গতকাল পারিবারিক কলহের জেরে উপজেলার হরিশপুর গ্রামে রুজদার আলী (৪৫) নামের এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছেন। রুজদার আলী একই গ্রামের কানাই মোড় এলাকায় মৃত ছবের মোল্লার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে রুজদারের পরিবারে কলহ চলছিল। এরই জেরে গতকাল শুক্রবার ভোরে বাড়ি থেকে মাঠের উদ্দেশ্য বের হন তিনি। পরে মাঠে গিয়ে তিনি বিষপান করেন। এসময় ছটফট করতে দেখে পাশের খেতের এক কৃষক টের পেয়ে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, ‘দুইটা অপমৃত্যুর বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুটি মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’