ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে বন্ধুর বাড়িতে এসে চিরকুট লিখে যুবকের ‘আত্মহত্যা’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে মো. সাইদুল ইসলাম (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বন্ধু পারভেজ আলীর ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সাইদুল একই গ্রামের রিফুজীপাড়ার শাহিন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সাইদুল ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিহালা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ফাতেহা খাতুনের সঙ্গে সম্পর্ক করে এক বছর আগে বিয়ে করেন সাইদুল। তিনি কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসে জানতে পারেন স্ত্রী ফাতেহা তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। বিষয়টি নিয়ে সাইদুল তার বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। এর একপর্যায়ে তিনি বাবা-মায়ের ওপর অভিমান করে একই গ্রামের বন্ধু পারভেজ আলীর বাড়িতে যান। গত বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর সাইদুল তার বন্ধুর বাড়িতে শুয়ে পড়েন। পারভেজ ঘুমিয়ে গেলে সাইদুল ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠে পারভেজ দেখেন সাইদুলের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশকে খবর দেন।

এদিকে সাইদুলের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখেছেন। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে বন্ধুর বাড়িতে এসে চিরকুট লিখে যুবকের ‘আত্মহত্যা’

আপলোড টাইম : ০৭:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে মো. সাইদুল ইসলাম (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বন্ধু পারভেজ আলীর ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সাইদুল একই গ্রামের রিফুজীপাড়ার শাহিন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সাইদুল ঢাকার একটি কোম্পানিতে চাকরি করেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সিহালা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে ফাতেহা খাতুনের সঙ্গে সম্পর্ক করে এক বছর আগে বিয়ে করেন সাইদুল। তিনি কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসে জানতে পারেন স্ত্রী ফাতেহা তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। বিষয়টি নিয়ে সাইদুল তার বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। এর একপর্যায়ে তিনি বাবা-মায়ের ওপর অভিমান করে একই গ্রামের বন্ধু পারভেজ আলীর বাড়িতে যান। গত বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর সাইদুল তার বন্ধুর বাড়িতে শুয়ে পড়েন। পারভেজ ঘুমিয়ে গেলে সাইদুল ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠে পারভেজ দেখেন সাইদুলের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশকে খবর দেন।

এদিকে সাইদুলের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখেছেন। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’