ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। গতকাল র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ৫ বছর পূর্বে সীমা খাতুনের সঙ্গে আসামি জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের সময় আসামিকে ভিকটিমের বাবা যৌতুক বাবদ নগদ টাকা এবং সংসারের বিভিন্ন জিনিসপত্র প্রদান করেন। সংসার জীবনে ভিকটিমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। তবে কিছুদিন যাবত আসামি ব্যবসা করার কথা বলে দুই লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য সীমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। মেয়ের কষ্ট দেখে তার পিতা এক লাখ টাকা দেয় জহুরুলকে। কিন্তু আসামি জহুরুল বাকি এক লাখ টাকার জন্য পুনরায় স্ত্রী সীমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এরই মধ্যে দাবি করা যৌতুকের অবশিষ্ট টাকা না পেয়ে গত শনিবার সীমাকে তার কয়েকজন সহযোগীদের সাহায্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সীমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার বাবা ঝিনাইদহ সদর থানায় জহুরুলের বিরুদ্ধে মামলা করেন।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত শনিবার ঝিনাইদহের আরাপপুরের একটি ভাড়া বাসায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী সীমা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডা হয় জহুরুলের। এক পর্যায়ে সে ইট ও হাতুড়ি দিয়ে স্ত্রীকে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সীমার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব অভিযান শুরু করে। পরে আরাপপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যৌতুক ও পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জহুরুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা। গতকাল র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ৫ বছর পূর্বে সীমা খাতুনের সঙ্গে আসামি জহুরুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের সময় আসামিকে ভিকটিমের বাবা যৌতুক বাবদ নগদ টাকা এবং সংসারের বিভিন্ন জিনিসপত্র প্রদান করেন। সংসার জীবনে ভিকটিমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। তবে কিছুদিন যাবত আসামি ব্যবসা করার কথা বলে দুই লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য সীমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। মেয়ের কষ্ট দেখে তার পিতা এক লাখ টাকা দেয় জহুরুলকে। কিন্তু আসামি জহুরুল বাকি এক লাখ টাকার জন্য পুনরায় স্ত্রী সীমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এরই মধ্যে দাবি করা যৌতুকের অবশিষ্ট টাকা না পেয়ে গত শনিবার সীমাকে তার কয়েকজন সহযোগীদের সাহায্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সীমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার বাবা ঝিনাইদহ সদর থানায় জহুরুলের বিরুদ্ধে মামলা করেন।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গত শনিবার ঝিনাইদহের আরাপপুরের একটি ভাড়া বাসায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী সীমা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডা হয় জহুরুলের। এক পর্যায়ে সে ইট ও হাতুড়ি দিয়ে স্ত্রীকে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সীমার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব অভিযান শুরু করে। পরে আরাপপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যৌতুক ও পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।