ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতা বাবু সুব্রত পাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

সম্মেলনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ বক্তব্য দেন। এছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম হিরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার প্রতিক ঘোষ, শেখ জসিম উদ্দিন, অ্যাড. এম হাসানুজ্জামান তুষার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহম্মেদ ও শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন। সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা এতে সভাপতিত্ব করেন।

যুবলীগ নেতা বাবু সুব্রত পাল বলেন, ‘বিএনপি যে সন্ত্রাসী সংগঠন, তার অনেক প্রমাণ আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম এসেছিল মোস্ট ওয়ান্টেড তালিকায়। ১০ ট্রাক অস্ত্র মামলা, একুশে আগস্টের গ্রেনেড হামলার আসামি তারেক।’ তিনি আরও বলেন, ‘ভাই লীগ, দাদা লীগ ও দিদি লীগের দিন এখন শেষ। ঝিনাইদহ যুবলীগকে বলছি, আপনারা নিজেদের মধ্যে লাঠালাঠি করবেন না। কাছে লাঠি রাখবেন, সামনে জামায়াত-বিএনপিকে মোকাবিলার জন্য।’

উল্লেখ্য, দুই যুগ পর ঝিনাইদহ সদর উপজেলা ও ঝিনাইদহ পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সদর উপজেলা এবং পৌর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে ৭৯ জন জীবন বৃত্তান্ত জমা দিলেও সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ২৩ জন তাদের সিভি জমা দেন। এছাড়া সদর পৌর যুবলীগের সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৫ জন সিভি জমা দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতা বাবু সুব্রত পাল

আপলোড টাইম : ১০:৪০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলা ও পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

সম্মেলনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ বক্তব্য দেন। এছাড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম হিরণ, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার প্রতিক ঘোষ, শেখ জসিম উদ্দিন, অ্যাড. এম হাসানুজ্জামান তুষার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহম্মেদ ও শফিকুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন। সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা এতে সভাপতিত্ব করেন।

যুবলীগ নেতা বাবু সুব্রত পাল বলেন, ‘বিএনপি যে সন্ত্রাসী সংগঠন, তার অনেক প্রমাণ আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নাম এসেছিল মোস্ট ওয়ান্টেড তালিকায়। ১০ ট্রাক অস্ত্র মামলা, একুশে আগস্টের গ্রেনেড হামলার আসামি তারেক।’ তিনি আরও বলেন, ‘ভাই লীগ, দাদা লীগ ও দিদি লীগের দিন এখন শেষ। ঝিনাইদহ যুবলীগকে বলছি, আপনারা নিজেদের মধ্যে লাঠালাঠি করবেন না। কাছে লাঠি রাখবেন, সামনে জামায়াত-বিএনপিকে মোকাবিলার জন্য।’

উল্লেখ্য, দুই যুগ পর ঝিনাইদহ সদর উপজেলা ও ঝিনাইদহ পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সদর উপজেলা এবং পৌর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে ৭৯ জন জীবন বৃত্তান্ত জমা দিলেও সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ২৩ জন তাদের সিভি জমা দেন। এছাড়া সদর পৌর যুবলীগের সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ৩৫ জন সিভি জমা দিয়েছেন।