ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে বাসের ধাক্কায় শামীম হোসেন (৩০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। শামীম মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পশু চিকিৎসক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পেশাগত কাজে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছিলেন তিনি। এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে শামীম বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম মৃত বলে জানান।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসকের মৃত্যু

আপলোড টাইম : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে বাসের ধাক্কায় শামীম হোসেন (৩০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। শামীম মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পশু চিকিৎসক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পেশাগত কাজে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করছিলেন তিনি। এসময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে শামীম বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম মৃত বলে জানান।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ হয়নি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।