ইপেপার । আজ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাল্যবিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বাল্যবিবাহ নিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে রুপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
রুপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনালের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন-অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। কর্মশালায় ২৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। স্বল্প শিক্ষিত ও ঝরে পড়া মেয়েরা যেন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় আসতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বাল্যবিবাহ নিরোধে আইনের সঠিক ব্যবহার করতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বাল্যবিবাহ নিরোধে কর্মশালা অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৪:৩২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে বাল্যবিবাহ নিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে রুপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
রুপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনালের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন-অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। কর্মশালায় ২৫ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। স্বল্প শিক্ষিত ও ঝরে পড়া মেয়েরা যেন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের আওতায় আসতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বাল্যবিবাহ নিরোধে আইনের সঠিক ব্যবহার করতে হবে।